বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা ‘গুগল পে’। গুগল, মাস্টারকার্ড এবং ভিসার সহায়তায় এই আধুনিক পেমেন্ট সেবা চালু করেছে সিটি ব্যাংক পিএলসি। রাজধানীর হোটেল ওয়েস্টিনে মঙ্গলবার (২৪ জুন) এক জমকালো আয়োজনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এই সেবার উদ্বোধন করেন। দেশের প্রথম ব্যাংক হিসেবে সিটি ব্যাংকই গুগল পের সঙ্গে অংশীদারত্ব গড়ে তোলে।
প্রাথমিকভাবে সিটি ব্যাংকের মাস্টারকার্ড ও ভিসা কার্ডধারীরা গুগল ওয়ালেটের মাধ্যমে তাদের কার্ড সংযুক্ত করে গুগল পে ব্যবহার করতে পারবেন। ভবিষ্যতে দেশের অন্যান্য ব্যাংক যুক্ত হলে এই সেবার পরিধি আরও বিস্তৃত হবে। গুগল পে ব্যবহারের জন্য গ্রাহকের একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন ও গুগল পে অ্যাপ থাকতে হবে। অ্যাপে কার্ড সংযুক্ত করার পর গ্রাহকেরা যেকোনো দোকান বা রেস্তোরাঁয় পয়েন্ট অব সেল (POS) টার্মিনালে শুধু ফোন ট্যাপ করেই নিরবচ্ছিন্ন, দ্রুত এবং নিরাপদ লেনদেন সম্পন্ন করতে পারবেন। ফলে আলাদা করে কার্ড বহনের প্রয়োজন হবে না।
গুগল পে লেনদেনে কোনো অতিরিক্ত ফি নেয় না এবং ব্যবহারকারীর কার্ডের প্রকৃত তথ্যের পরিবর্তে ‘টোকেন’ ব্যবহার করে, যা গ্রাহকের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করে। উদ্বোধনী অনুষ্ঠানে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন বলেন, “এই অংশীদারিত্ব বাংলাদেশের ভবিষ্যতমুখী ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম গঠনের প্রতি আমাদের প্রতিশ্রুতির প্রতিফলন।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্র্যাসি এন. জ্যাকবসন, সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ, গুগল পেমেন্টসের গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার শাম্মী কুদ্দুস এবং মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ কামালসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এই সেবার সূচনা বাংলাদেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থায় এক নতুন যুগের সূচক হিসেবে বিবেচিত হচ্ছে, যা ভবিষ্যতের নগদবিহীন অর্থনীতির দিকে এগিয়ে যাওয়ার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
২০ জুলাই, ২০২৫
মদ্যপ অবস্থায় উবার চালককে মারধর করার অভিযোগে জনপ্রিয় কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে রাজধানীর কল্যাণপুর এলাকা থেকে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ জুলাই) মধ্যরাতে মিরপুর মডেল থানা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, “নোবেলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ...
২০ জুলাই, ২০২৫
১৬ জুলাই, ২০২৫
১৬ জুলাই, ২০২৫
১৬ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
মদ্যপ অবস্থায় উবার চালককে মারধর করার অভিযোগে জনপ্রিয় কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে রাজধানীর কল্যাণপুর এলাকা থেকে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ জুলাই) মধ্যরাতে মিরপুর মডেল থানা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত ...