জুলাই মাসে মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত এক হকারের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সংগীতশিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে ৪ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
জুলাই মাসে মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত এক হকারের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সংগীতশিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে ৪ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৩ মে) ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক রিমান্ড সংক্রান্ত শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলাম তাকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন।
মামলার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর মিরপুর গোলচত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে অংশ নেন হকার মো. সাগর। বিকাল ৪টার দিকে সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি। এ ঘটনায় ওই বছরের ২৭ নভেম্বর নিহতের মা বিউটি আক্তার বাদী হয়ে মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন। মামলায় শেখ হাসিনাসহ ২৪২ জনকে আসামি করা হয়।
গতকাল (১২ মে) রাতে রাজধানীর ধানমন্ডি এলাকার একটি বাসা থেকে মমতাজ বেগমকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আদালত সূত্র জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রমে গতি আনতে এবং ঘটনার পেছনে মমতাজ বেগমের সংশ্লিষ্টতা যাচাই করতে তাকে রিমান্ডে নেওয়া প্রয়োজন বলে উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা।
রিমান্ড শুনানির সময় রাষ্ট্রপক্ষ দাবি করে, অভিযুক্তের প্রাথমিক জবানবন্দি ও তদন্তে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে এই মামলার মূল নেপথ্য পরিকল্পনাকারীদের শনাক্ত করা সম্ভব হবে। তবে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন জানিয়ে দাবি করেন, মমতাজ বেগম রাজনীতি ও সাংস্কৃতিক অঙ্গনের একজন পরিচিত মুখ এবং তাকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার করা হচ্ছে।
আদালত শুনানি শেষে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
১৬ জুলাই, ২০২৫
গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারে প্রধান উপদেষ্টা ড: মোহাম্মদ ইউনূস ফেসবুকে একটি বিবৃতি প্রদান করে। এতে বলা হয়, আজ গোপালগঞ্জে সংঘটিত সহিংসতা সম্পূর্ণ অমার্জনীয়। তরুণ নাগরিকদের একটি শান্তিপূর্ণ সমাবেশ আয়োজন করে এবং তাদের বিপ্লবী আন্দোলনের এক বছর পূর্তি স্মরণ করা থেকে বিরত রাখার ঘটনা মৌলিক অধিকার লঙ্ঘনের নিকৃষ্ট উদাহরণ। ...
১৬ জুলাই, ২০২৫
১৬ জুলাই, ২০২৫
১৫ জুলাই, ২০২৫
১৫ জুলাই, ২০২৫
১৬ জুলাই, ২০২৫
গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারে প্রধান উপদেষ্টা ড: মোহাম্মদ ইউনূস ফেসবুকে একটি বিবৃতি প্রদান করে। এতে বলা হয়, আজ গোপালগঞ্জে সংঘটিত সহিংসতা সম্পূর্ণ অমার্জনীয়। তরুণ নাগরিকদের একটি শান্তিপূর্ণ সমাবেশ আয়োজন করে এবং তাদের ...