দীর্ঘ লড়াই শেষ হয়েছে অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার। হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০ নভেম্বর, দুপুর ১টা ২৯ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। গত ১ নভেম্বর গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাকে ভর্তি করানো হয় হাওড়ার এক বেসরকারি হাসপাতালে। চিকিৎসকরা জানান, মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে ঐন্দ্রিলার। এরপর কোমায় চলে যান তিনি। রাখা হয় ভেন্টিলেশনে। সেই হাসপাতালেই প্রয়াত হলেন অভিনেত্রী।
গত ১৪ নভেম্বর থেকে ঐন্দ্রিলার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। হৃদ্যন্ত্র বন্ধ হয়ে যাচ্ছিল বার বার। শনিবার (১৯ নভেম্বর) রাতে বার দশেক কার্ডিয়াক অ্যারেস্ট হয় বলে হাসপাতাল সূত্র জানায়। এই ধাক্কা আর সামলাতে পারেননি ঐন্দ্রিলা।
অতীতে দু’বার ক্যানসারে আক্রান্ত হয়েও চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন ঐন্দ্রিলা। ২০১৫ সালে, একাদশ শ্রেণিতে পড়ার সময় প্রথমবার ক্যানসার ধরা পড়ে তার। কর্কট রোগের আক্রমণ হয়েছিল তার অস্থিমজ্জায়। দ্বিতীয় বার ২০২১ সালে। সে বার ফুসফুসে টিউমার। ক্যানসারের সঙ্গে লড়াইয়ের সঙ্গে সঙ্গেই চলেছে তার অভিনয়ের কাজ।
১৯ সেপ্টেম্বর, ২০২৫
ওজন কমানোর জন্য গ্রিন টি পরিচিত হলেও, হারবাল চায়ের জগতও সমানভাবে উপকারী। পিপারমিন্ট, হিবিসকাস, আদা–এর মতো ক্যাফেইনমুক্ত নানা ধরনের হারবাল চা ক্ষুধা কমাতে, হজম শক্তি বাড়াতে, মেটাবলিজম উন্নত করতে এবং মানসিক চাপজনিত খাওয়ার প্রবণতা নিয়ন্ত্রণে সাহায্য করে। একই সঙ্গে বৈচিত্র্যময় স্বাদ ও গুণ আপনাকে প্রতিদিনের একই রকম চা বা গ্রিন টির একঘেয়েমি থেকেও মুক্তি ...
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৬ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
ওজন কমানোর জন্য গ্রিন টি পরিচিত হলেও, হারবাল চায়ের জগতও সমানভাবে উপকারী। পিপারমিন্ট, হিবিসকাস, আদা–এর মতো ক্যাফেইনমুক্ত নানা ধরনের হারবাল চা ক্ষুধা কমাতে, হজম শক্তি বাড়াতে, মেটাবলিজম উন্নত করতে এবং মানসিক চাপজনিত খাওয়ার প্রবণতা নিয়ন্ত্রণে সাহায্য করে...