ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তামিম মৃধা বছর খানেক ধরে ইসলামী জীবনধারায় পথচলা শুরু করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই পরিবর্তন ইতোমধ্যে ব্যাপকভাবে সাড়া ফেলেছে। এতে নেটিজেনদের অনেকে প্রশ্ন তুলেছেন যে, ধর্মের টানে অভিনয় ছেড়ে দিলে তার রোজগার বা জীবিকা কীভাবে চলবে?
সম্প্রতি ওমরাহ পালন শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করে তামিম লেখেন, “আমাকে অনেকেই জিজ্ঞেস করে, এখন আমার রিজিকের কী অবস্থা। আমি ভাবি, আসলে রিজিক কী? ঘুমানো, কথা বলা, হাঁটাচলা, শান্তি পাওয়া, সন্তুষ্টি—এসবই তো আমার রিজিক। আর সেই রিজিক নিয়েই আমি আমার সবচেয়ে প্রিয় জায়গায় আল্লাহকে এবং নিজেকে সন্তুষ্ট করতে পারছি। এর থেকে ভালো আর কী হতে পারে? আলহামদুলিল্লাহ।”
সবশেষে তিনি দোয়া করেন, “আল্লাহ আমাদের সবাইকে অন্তত একবার এই জায়গায় আসার তৌফিক দান করুন।”
সিটিজিপোস্ট/ এসএইচএস