১৯ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে আসছে আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র বাড়ির নাম শাহানা

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ১৬ সেপ্টেম্বর, ২০২৫

১৯ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে আসছে আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র বাড়ির নাম শাহানা

আগামী ১৯ সেপ্টেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আন্তর্জাতিকভাবে পুরস্কারপ্রাপ্ত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বাড়ির নাম শাহানা’। লীসা গাজীর পরিচালনায় এবং আরিফুর রহমান ও বিজনের প্রযোজনায় নির্মিত এ চলচ্চিত্রটি বাংলাদেশের বড় পর্দায় মুক্তি পাবে। চলচ্চিত্রটি পরিবেশনা করছে আরিফুর রহমানের প্রযোজনা প্রতিষ্ঠান গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।

চিত্রনাট্য লিখেছেন পরিচালক লীসা গাজী ও আনান সিদ্দিকা। মূল চরিত্র দীপার ভূমিকায় অভিনয় করেছেন আনান সিদ্দিকা। আরও অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, ইরেশ যাকের, কাজী রুমা, কামরুন্নাহার মুন্নীসহ অনেকে।

ইতোমধ্যে চলচ্চিত্রটি লন্ডন, শিকাগো, মেলবোর্ন, রোম ও মুম্বাইয়ের বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতে দেশের সুনাম বৃদ্ধি করেছে।

২০২৩ সালের মুম্বাই চলচ্চিত্র উৎসবে ফিল্ম ক্রিটিকস গিল্ড থেকে পেয়েছে জেন্ডার সেনসিটিভিটি অ্যাওয়ার্ড।

লন্ডনের বিএফআই ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল-এ নির্বাচিত হয়েছে দর্শকদের পছন্দের সেরা চলচ্চিত্র হিসেবে।

২০২৪ সালে রোমের কারাভান ফিল্ম ফেস্টিভ্যাল-এও একই পুরস্কার অর্জন করেছে।

মেলবোর্ন ভারতীয় চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের মনোনয়ন পেয়েছে।

শিকাগো সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে রানার-আপ জুরি পুরস্কার অর্জন করেছে।

এছাড়া চলচ্চিত্রটি এনএফডিসি ফিল্ম বাজারে এফবিআর বিজয়ী ২০২১ খেতাব পায় এবং চ্যানেল ৪ ইউকে দুই বছরের জন্য সম্প্রচার অধিকার কিনে নিয়েছে।

পরিচালক লীসা গাজী জানিয়েছেন, এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র। তিনি বলেন,

“নিজের জীবনকে নিজের মতো করে যাপন করার সরল চাওয়াই দীপার গল্প। তাকে দুঃসাহসী এক নারীস্বত্বা হিসেবে হাজির করা হয়েছে। এটি কোনো বিষণ্ণতার ছবি নয়, বরং জীবনের জয়গানে মুখর।”

ক্যাটাগরি:
বিনোদন