দক্ষিণ এশিয়ার দ্রুততম সাড়া জাগানো ব্যান্ডগুলোর ১টি অড সিগনেচার। তাদের গানগুলো হয় মূলত গল্পাকৃতির। খুব অল্পসময়ে আকাশচুম্বী জনপ্রিয়তা অর্জন তাদের।
২০১৭ সালে তাদের আত্মপ্রকাশ। ব্যান্ডে শুরু থেকেই ছিল, অর্ণব অমিতাব (গিটারিস্ট ও কিবোর্ডিস্ট), মুনতাসির রাকিব (গীতিকার ও কণ্ঠশিল্পী), আকিব আহমেদ (ড্রামার), একতাদের সাকিন (গিটারিস্ট), আহসান তানভীর পিয়াল (কণ্ঠশিল্পী ও গিটারিস্ট)। পরবর্তী সময়ে তাহমিদ রায়ান ২০২০ সালে যোগ দেন।
অড সিগনেচার তার শ্রোতাদের কাছে মূলত প্রতিটি গানের একটি নির্দিষ্ট প্লটসহ গানের কথা ও জাদুকরি রচনা দ্বারা পরিচিত। খুব অল্প সময়ে বেশ কিছু জনপ্রিয় গান উপহার দিয়েছে দলটি। এরই মধ্যে ঘুম, আমার দেহখান, দুঃস্বপ্ন অন্যতম।
নতুন খবর হলো এ মাসের তেইশ তারিখেই নতুন গান নিয়ে হাজির হচ্ছে ব্যান্ডটি। নতুন এ গানের শিরোনাম ‘তুমিও পারো’। এটি প্রকাশ পাবে ২৩ ফেব্রুয়ারি। তাছাড়া ব্যান্ডটি তাদের প্রথম অ্যালবাম প্রকাশ করার জন্য এরই মধ্যে অনেক কাজ সম্পন্ন করেছে। আশা করা হচ্ছে বছরের শেষে তাদের অ্যালবাম শুনতে পাবেন শ্রোতারা।
এ অ্যালবামে থাকবে তাদের প্রকাশিত এবং সেই সাথে নতুন কিছু গান। অ্যালবামের সব গানই মৌলিক। এরই মধ্যে গানগুলো রেকর্ড করা হয়েছে। পাশাপাশি অন্যান্য কাজও সমাপ্তির পথে। অ্যালবামের পাশাপাশি গানগুলো বিভিন্ন অডিও প্ল্যাটফর্মেও রিলিজ করা হবে বলে জানিয়েছেন ব্যান্ডটির ভোকালিস্ট মুনতাসির রাকিব।
১৯ সেপ্টেম্বর, ২০২৫
ওজন কমানোর জন্য গ্রিন টি পরিচিত হলেও, হারবাল চায়ের জগতও সমানভাবে উপকারী। পিপারমিন্ট, হিবিসকাস, আদা–এর মতো ক্যাফেইনমুক্ত নানা ধরনের হারবাল চা ক্ষুধা কমাতে, হজম শক্তি বাড়াতে, মেটাবলিজম উন্নত করতে এবং মানসিক চাপজনিত খাওয়ার প্রবণতা নিয়ন্ত্রণে সাহায্য করে। একই সঙ্গে বৈচিত্র্যময় স্বাদ ও গুণ আপনাকে প্রতিদিনের একই রকম চা বা গ্রিন টির একঘেয়েমি থেকেও মুক্তি ...
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৬ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
ওজন কমানোর জন্য গ্রিন টি পরিচিত হলেও, হারবাল চায়ের জগতও সমানভাবে উপকারী। পিপারমিন্ট, হিবিসকাস, আদা–এর মতো ক্যাফেইনমুক্ত নানা ধরনের হারবাল চা ক্ষুধা কমাতে, হজম শক্তি বাড়াতে, মেটাবলিজম উন্নত করতে এবং মানসিক চাপজনিত খাওয়ার প্রবণতা নিয়ন্ত্রণে সাহায্য করে...