ছাত্র-জনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আজ বুধবার রাত ৯টায় ভাষণ দেবেন বলে জানিয়েছেন। তবে ভাষণ দেয়া হলে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বাড়ি অর্থাৎ শেখ হাসিনার বাবার বাড়ি গুঁড়িয়ে দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন অনেকেই।
ফেসবুকে বিভিন্ন অ্যাকটিভিস্ট ৩২ নম্বর গুঁড়িয়ে দেয়ার কথা লিখেছেন। রাত ৯টায় তারা বুলডোজার নিয়ে হাজির হবেন বলে জানিয়েছেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহর দেয়া পোস্টেও পাওয়া গেছে এ কর্মসূচিতে তাদের সমর্থনের বিষয়টি।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ফেসবুক আইডিতে দেয়া পোস্টে লিখেছেন, ‘উৎসব হোক!’।
অন্যদিকে, হাসনাত আব্দুলাহ লিখেছেন, ‘আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে।’
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও হাসনাত আব্দুল্লাহর পোস্টে সরাসরি ৩২ নম্বরের শেখ মুজিবের বাড়ি গুঁড়িয়ে দেয়ার কথা না থাকলেও প্রবাসী ইউটিউবার পিনাকী ভট্টাচার্য স্পষ্ট করে তা লিখেছেন।
এদিকে রাত ৮টায় ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে ঢুকে গেছে বিক্ষুব্ধ জনতা। তারা ভেতরে ভাঙচুর চালাচ্ছে। গ্রিল, জানালা খুলে ফেলা হচ্ছে। এছাড়া শেখ হাসিনার ফাঁসি চাই এমন স্লোগানও শোনা যাচ্ছে। ভেঙে ফেলা হচ্ছে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি। বিক্ষুব্ধরা বলছেন, কিছুক্ষণের মধ্যেই তারা বুলডোজার নিয়ে এসে বাড়িটি একেবারে গুঁড়িয়ে দেবেন।
২১ জুলাই, ২০২৫
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিশু ও পাইলটসহ এ পর্যন্ত ২০ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭১ জন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) হতাহতের এ সংখ্যা জানিয়েছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পর হতাহ...
২১ জুলাই, ২০২৫
২১ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
২১ জুলাই, ২০২৫
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিশু ও পাইলটসহ এ পর্যন্ত ২০ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭১ জন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) ...