ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভূ-রাজনৈতিক আধিপত্য বিস্তারের প্রতিযোগিতায় লিপ্ত যুক্তরাষ্ট্র, ভারত ও চীন। ইউক্রেন নিয়ে দীর্ঘ সময় ধরে ব্যস্ত থাকা পরাশক্তি রাশিয়া দৃশ্যপটে নতুন করে হাজির হওয়ার জানান দিচ্ছে। সম্ভাব্য স্নায়ুযুদ্ধে এখন পর্যন্ত সবার সঙ্গে ভারসাম্যপূর্ণ একটি সম্পর্ক রেখে বজায় রাখতে সক্ষম হয়েছে বাংলাদেশ। ওয়াশিংটনে ক্ষমতার পালাবদলের প্রেক্ষাপটে বাংলাদেশ যাতে চীনের দিকে না ঝুঁকে সে জন্য ট্রাম্প প্রশাসন চাপ দিতে পারে।
বৃহস্পতিবার বিকেলে ভূ-রাজনীতিবিষয়ক এক প্যানেল আলোচনায় ওয়াশিংটনভিত্তিক নীতি গবেষণাপ্রতিষ্ঠান উইলসন সেন্টারের সাউথ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান এ মন্তব্য করেন। ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার–এর জিওপলিটিক্যাল ইনসাইটস ‘বাংলাদেশ অ্যাট জিওপলিটিক্যাল ক্রসরোডস’ (ভূরাজনীতির সন্ধিক্ষণে বাংলাদেশ) শীর্ষক আলোচনার আয়োজন করে।
এতে স্বাগত বক্তব্য দেন ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম। সঞ্চালনা করেন জিওপলিটিক্যাল ইনসাইটসের সম্পাদক রামিসা রব। মাইকেল কুগেলম্যান তার নাতিদীর্ঘ বক্তৃতায় এ অঞ্চলের ভূ-রাজনৈতিক প্রতিযোগিতার বিভিন্ন প্রসঙ্গ তুলে ধরার পাশাপাশি বাংলাদেশ পরিস্থিতির প্রতিও ইঙ্গিত করেন।
আলোচনায় পররাষ্ট্র উপদেষ্টার চীন সফর প্রসঙ্গে মাইকেল কুগেলম্যান বলেন, হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার চীনের দিকে ঝুঁকছে। আমরা জানি না চীনের সঙ্গে প্রতিযোগিতার বিষয়টি ট্রাম্প প্রশাসন কীভাবে মোকাবিলা করবে। তবে ট্রাম্প প্রশাসন কৌশলগত বিষয়গুলো কম গুরুত্ব দিয়ে অর্থনৈতিক বিষয়গুলোতে বেশি মনোযোগী হবে বলে মনে হয়। চীনের সঙ্গে সম্পর্কে বাধা তৈরিতে ট্রাম্প প্রশাসন থেকে বাংলাদেশের ওপর চাপ আসার সম্ভাবনা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে গত ছয় মাসে অনেক কিছু ঘটেছে। অন্তর্বর্তী সরকার দেশের নন এলাইন পররাষ্ট্রনীতি বাস্তবায়নে খানিকটা চাপের মুখে রয়েছে। কারণ, ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বড় চার দেশ একে অন্যের সঙ্গে ভূ-রাজনৈতিক প্রতিযোগিতায় লিপ্ত। এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কেমন আচরণ করবে, তা অজানা। তবে বাংলাদেশ যাতে চীনের দিকে হেলে না পড়ে, সে জন্য ট্রাম্প প্রশাসন চাপ দিতে থাকলে বাংলাদেশকেও কোনো না কোনো পদক্ষেপ নিতে হবে। আলোচনায় কুগেলম্যান ছাড়াও অন্য অতিথিরা ভূ-রাজনৈতিক দ্বান্দ্বিক পরিস্থিতির ওপর আলোকপাত করেন।
সেখানে বাংলাদেশ–ভারত সম্পর্কসহ নানা বিষয় উঠে আসে। অনুষ্ঠানো সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) নির্বাহী পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক সেলিম রায়হান বলেন, বর্তমানে বাংলাদেশের ভূরাজনীতি টেকসই নয়, অনিশ্চিত। এই অনিশ্চিত ভূরাজনীতিতে বৈশ্বিক বাণিজ্য প্রভাব ফেলবে। অনিশ্চিত ভূরাজনীতি অনেক সময় কিছু দেশের জন্য সুফলও বয়ে আনে উল্লেখ করে তিনি বলেন, ট্রাম্পের আগের আমলে যুক্তরাষ্ট্র–চীন বাণিজ্যযুদ্ধে বাংলাদেশের জন্য সুযোগ বয়ে এনেছিল। তবে তা আমরা ব্যবহার করতে পারিনি। কারণ, আমরা প্রস্তুত ছিলাম না। সেই বাস্তবতায় এ ধরনের পরিস্থিতিতে আমরা এখনো প্রস্তুত নই। পররাষ্ট্র উপদেষ্টার সদ্য সমাপ্ত চীন সফরকে সম্পর্কের ইতিবাচক অগ্রগতি উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে আরও চীনা বিনিয়োগ দরকার। বাংলাদেশ ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (বিআইপিএসএস) জ্যেষ্ঠ ফেলো শাফকাত মুনীর গত ১৫ বছরে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক পর্যালোচনার জন্য একটি কমিশন গঠনের প্রস্তাব দেন। বলেন, আমাদের নিজেদের সমস্যাগুলো চিহ্নিত করতে হবে, আমাদের কী ধরনের পররাষ্ট্রনীতি থাকা দরকার এবং আমাদের বিদ্যমান কাঠামোটি কী, এ ধরনের সমস্যা নিয়ে কাজ করার জন্য প্রস্তুত কি না, তা বিবেচনায় নিতে হবে।
ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে মাইকেল কুগেলম্যান বলেন, বর্তমানে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভালো করার প্রচেষ্টায় রয়েছে। ভারত বাংলাদেশে একটি নির্বাচন দেখতে চায়। নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি। ভারত মনে করছে, বিএনপি জামায়াতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের সঙ্গে ভারত স্বাচ্ছন্দের সঙ্গে যুক্ত হতে পারে।
প্যানেল আলোচকদের কাছে মাহ্ফুজ আনাম প্রশ্ন রাখেন রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তার প্রেক্ষাপটে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেমন হওয়া উচিত?
আলোচনায় অংশ নেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরী, অধ্যাপক মারুফা আক্তার, সাবেক রাষ্ট্রদূত তারিক করিম, মুন্সি ফয়েজ আহমেদ প্রমূখ।
২১ জুলাই, ২০২৫
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিশু ও পাইলটসহ এ পর্যন্ত ২০ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭১ জন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) হতাহতের এ সংখ্যা জানিয়েছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পর হতাহ...
২১ জুলাই, ২০২৫
২১ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
২১ জুলাই, ২০২৫
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিশু ও পাইলটসহ এ পর্যন্ত ২০ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭১ জন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) ...