চট্টগ্রামে রাঙ্গুনিয়া উপজেলা আ.লীগের সহ-সভাপতি গ্রেফতার

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ৫/৭/২০২৫, ২:০৫:৫৯ PM

চট্টগ্রামে রাঙ্গুনিয়া উপজেলা আ.লীগের সহ-সভাপতি গ্রেফতার

চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন মীনা বাজার এলাকা থেকে মোঃ আইয়ুব (৪৬) নামের এক পলাতক আসামিকে র‍্যাব-৭ গ্রেপ্তার করেছে। শুক্রবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটে, হাটহাজারী ক্যাম্পের সিপিসি-২ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়।


গ্রেপ্তারকৃত আইয়ুব রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা মডেল ইউনিয়নের আদর্শ গ্রামের বাসিন্দা। তিনি রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে পরিচিত হলেও তার বিরুদ্ধে চাঁদাবাজি, অস্ত্র নিয়ে শোডাউন, হুমকি, ডাকাতি ও ছিনতাইয়ের মতো অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

র‍্যাব সূত্র জানায়, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আইয়ুব একাধিক মামলার পলাতক আসামি এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার কাছে অবৈধ অস্ত্র থাকার তথ্য থাকলেও, সে তা প্রকাশ করেনি বলে জানায় র‍্যাব।

পরবর্তীতে আইয়ুবকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

র‍্যাব জানায়, এলাকায় দীর্ঘদিন ধরে আতঙ্ক ছড়ানো এই ব্যক্তির গ্রেপ্তারের মাধ্যমে স্থানীয় জনগণ স্বস্তি প্রকাশ করেছে। নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

ক্যাটাগরি:
কভার নিউজচট্টগ্রাম উত্তর

কভার নিউজ ক্যাটাগরি থেকে আরো

লোহাগাড়ায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে ব্যবসায়ী আহত, ব্যবসায়ী মহলে আতঙ্ক

লোহাগাড়ায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে ব্যবসায়ী আহত, ব্যবসায়ী মহলে আতঙ্ক

৫ জুলাই, ২০২৫

লোহাগাড়ার আমিরাবাদ স্টার সুপার মার্কেটে এক ব্যবসায়ীর উপর কিশোর গ্যাংয়ের সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (৬ জুলাই) রাতের এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও ব্যবসায়ীদের মাঝে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে।প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রাতের ওই সময় ১০-১৫...

চট্টগ্রামে বিএসসি ইঞ্জিনিয়ারদের বৈষম্য নিরসন ও ৩ দফা দাবিতে বিক্ষোভ মিছিল চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (CUET) শিক্ষার্থীরা নবম গ্রেডে বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রতি চলমান বৈষম্য নিরসন এবং তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন। শনিবার (৫ জুলাই) বিকেল ৪টা থেকে নগরীর ২ নং গেইটে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় তারা ‘এই মুহুর্তে দরকার, প্রকৌশল খাতের সংস্কার’, ‘মেধার মর্যাদা রক্ষা করো’- সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, সরকারি নিয়োগ কাঠামোয় ডিপ্লোমাধারীদের জন্য শতভাগ কোটা সংরক্ষণের ফলে বিএসসি ইঞ্জিনিয়াররা প্রতিযোগিতার বাইরে ঠেলে পড়ছেন। এটি শুধু বৈষম্য নয়, বরং শিক্ষার্থীদের দীর্ঘ চার বছরের কঠোর পরিশ্রম ও মেধার প্রতি চরম অবমূল্যায়ন বলেও মন্তব্য করেন তারা। প্রকৌশল শিক্ষার্থীদের জানানো ৩ দফা দাবি হলো: ১. নবম গ্রেডে (সহকারী প্রকৌশলী) নিয়োগে মেধার ভিত্তিতে নির্বাচনের ব্যবস্থা ও শুধুমাত্র বিএসসি ডিগ্রিধারীদের আবেদন করার সুযোগ নিশ্চিত করা। ২. দশম গ্রেডে (উপ-সহকারী প্রকৌশলী) পদে সকল ডিগ্রিধারীর জন্য সমান সুযোগ রাখা। ৩. ‘প্রকৌশলী’ পদবি ব্যবহারের ক্ষেত্রে শুধুমাত্র বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য আইন করে গেজেট প্রকাশ।

৫ জুলাই, ২০২৫

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে হজ ফ্লাইট অবতরণের পর যান্ত্রিক ত্রুটি, দুই ঘণ্টা বন্ধ রানওয়ে

৫ জুলাই, ২০২৫

চট্টগ্রামে তাজিয়া মিছিলে অস্ত্র ও আতশবাজি নিষিদ্ধ করেছে সিএমপি

৪ জুলাই, ২০২৫

কক্সবাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস খাদে পড়ে নিহত ২, আহত অন্তত ৫

৪ জুলাই, ২০২৫

জামিনে বেরিয়ে আরও বেপরোয়া আজম, থামছে না চোরাচালানের স্রোত

৩ জুলাই, ২০২৫