মদিনা থেকে আসা বাংলাদেশ বিমানের একটি হজ ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর যান্ত্রিক ত্রুটির কারণে রানওয়েতে আটকে পড়ে, যার ফলে বিমানবন্দরের রানওয়ের কার্যক্রম প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল।
শনিবার সকাল ৯টা ৩০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট BG138 চট্টগ্রামে অবতরণ করে। ফ্লাইটটিতে মোট ৩৭৮ জন হজযাত্রী ছিলেন। অবতরণের পর রানওয়ে-২৩ প্রান্তে গিয়ে বিমানটি হঠাৎ থেমে যায় যান্ত্রিক সমস্যার কারণে।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করে বলেন, “যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি রানওয়ের ওপর আটকে পড়ায় সাময়িকভাবে রানওয়ে কার্যক্রম বন্ধ রাখা হয়। যাত্রীরা সবাই নিরাপদে ছিলেন এবং কারো কোনো ক্ষতি হয়নি।”
পরে সকাল ১১টা ২০ মিনিটে একটি টাগকারের (টোইং ভেহিকল) মাধ্যমে বিমানটিকে রানওয়ে থেকে সরিয়ে এপ্রোনে নেওয়া হয়। এরপর রানওয়ের কার্যক্রম স্বাভাবিকভাবে চালু করা হয়।
তিনি আরও বলেন, “ঘটনাটি অনাকাঙ্ক্ষিত হলেও কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। এখন রানওয়ে পুরোদমে সচল রয়েছে এবং ফ্লাইট চলাচল স্বাভাবিকভাবেই চলছে।”
৫ জুলাই, ২০২৫
লোহাগাড়ার আমিরাবাদ স্টার সুপার মার্কেটে এক ব্যবসায়ীর উপর কিশোর গ্যাংয়ের সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (৬ জুলাই) রাতের এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও ব্যবসায়ীদের মাঝে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে।প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রাতের ওই সময় ১০-১৫ জনের একটি কিশোর গ্যাং দল সুপার মার্কেটে ঢুকে ব্যবসায়ী মোহাম্মদ জোবান সিকদারের উপর অতর্কিতে ছুরিকাঘা...
৫ জুলাই, ২০২৫
৫ জুলাই, ২০২৫
৪ জুলাই, ২০২৫
৪ জুলাই, ২০২৫
৩ জুলাই, ২০২৫
৫ জুলাই, ২০২৫
লোহাগাড়ার আমিরাবাদ স্টার সুপার মার্কেটে এক ব্যবসায়ীর উপর কিশোর গ্যাংয়ের সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (৬ জুলাই) রাতের এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও ব্যবসায়ীদের মাঝে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে।প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রাতের ওই সময় ১০-১৫...