চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে হজ ফ্লাইট অবতরণের পর যান্ত্রিক ত্রুটি, দুই ঘণ্টা বন্ধ রানওয়ে

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ৫/৭/২০২৫, ১২:৫৭:৫৯ PM

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে হজ ফ্লাইট অবতরণের পর যান্ত্রিক ত্রুটি, দুই ঘণ্টা বন্ধ রানওয়ে

মদিনা থেকে আসা বাংলাদেশ বিমানের একটি হজ ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর যান্ত্রিক ত্রুটির কারণে রানওয়েতে আটকে পড়ে, যার ফলে বিমানবন্দরের রানওয়ের কার্যক্রম প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল।


শনিবার সকাল ৯টা ৩০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট BG138 চট্টগ্রামে অবতরণ করে। ফ্লাইটটিতে মোট ৩৭৮ জন হজযাত্রী ছিলেন। অবতরণের পর রানওয়ে-২৩ প্রান্তে গিয়ে বিমানটি হঠাৎ থেমে যায় যান্ত্রিক সমস্যার কারণে।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করে বলেন, “যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি রানওয়ের ওপর আটকে পড়ায় সাময়িকভাবে রানওয়ে কার্যক্রম বন্ধ রাখা হয়। যাত্রীরা সবাই নিরাপদে ছিলেন এবং কারো কোনো ক্ষতি হয়নি।”

পরে সকাল ১১টা ২০ মিনিটে একটি টাগকারের (টোইং ভেহিকল) মাধ্যমে বিমানটিকে রানওয়ে থেকে সরিয়ে এপ্রোনে নেওয়া হয়। এরপর রানওয়ের কার্যক্রম স্বাভাবিকভাবে চালু করা হয়।

তিনি আরও বলেন, “ঘটনাটি অনাকাঙ্ক্ষিত হলেও কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। এখন রানওয়ে পুরোদমে সচল রয়েছে এবং ফ্লাইট চলাচল স্বাভাবিকভাবেই চলছে।”

ক্যাটাগরি:
কভার নিউজচট্টগ্রাম

কভার নিউজ ক্যাটাগরি থেকে আরো

লোহাগাড়ায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে ব্যবসায়ী আহত, ব্যবসায়ী মহলে আতঙ্ক

লোহাগাড়ায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে ব্যবসায়ী আহত, ব্যবসায়ী মহলে আতঙ্ক

৫ জুলাই, ২০২৫

লোহাগাড়ার আমিরাবাদ স্টার সুপার মার্কেটে এক ব্যবসায়ীর উপর কিশোর গ্যাংয়ের সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (৬ জুলাই) রাতের এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও ব্যবসায়ীদের মাঝে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে।প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রাতের ওই সময় ১০-১৫...

চট্টগ্রামে বিএসসি ইঞ্জিনিয়ারদের বৈষম্য নিরসন ও ৩ দফা দাবিতে বিক্ষোভ মিছিল চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (CUET) শিক্ষার্থীরা নবম গ্রেডে বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রতি চলমান বৈষম্য নিরসন এবং তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন। শনিবার (৫ জুলাই) বিকেল ৪টা থেকে নগরীর ২ নং গেইটে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় তারা ‘এই মুহুর্তে দরকার, প্রকৌশল খাতের সংস্কার’, ‘মেধার মর্যাদা রক্ষা করো’- সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, সরকারি নিয়োগ কাঠামোয় ডিপ্লোমাধারীদের জন্য শতভাগ কোটা সংরক্ষণের ফলে বিএসসি ইঞ্জিনিয়াররা প্রতিযোগিতার বাইরে ঠেলে পড়ছেন। এটি শুধু বৈষম্য নয়, বরং শিক্ষার্থীদের দীর্ঘ চার বছরের কঠোর পরিশ্রম ও মেধার প্রতি চরম অবমূল্যায়ন বলেও মন্তব্য করেন তারা। প্রকৌশল শিক্ষার্থীদের জানানো ৩ দফা দাবি হলো: ১. নবম গ্রেডে (সহকারী প্রকৌশলী) নিয়োগে মেধার ভিত্তিতে নির্বাচনের ব্যবস্থা ও শুধুমাত্র বিএসসি ডিগ্রিধারীদের আবেদন করার সুযোগ নিশ্চিত করা। ২. দশম গ্রেডে (উপ-সহকারী প্রকৌশলী) পদে সকল ডিগ্রিধারীর জন্য সমান সুযোগ রাখা। ৩. ‘প্রকৌশলী’ পদবি ব্যবহারের ক্ষেত্রে শুধুমাত্র বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য আইন করে গেজেট প্রকাশ।

৫ জুলাই, ২০২৫

চট্টগ্রামে রাঙ্গুনিয়া উপজেলা আ.লীগের সহ-সভাপতি গ্রেফতার

৫ জুলাই, ২০২৫

চট্টগ্রামে তাজিয়া মিছিলে অস্ত্র ও আতশবাজি নিষিদ্ধ করেছে সিএমপি

৪ জুলাই, ২০২৫

কক্সবাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস খাদে পড়ে নিহত ২, আহত অন্তত ৫

৪ জুলাই, ২০২৫

জামিনে বেরিয়ে আরও বেপরোয়া আজম, থামছে না চোরাচালানের স্রোত

৩ জুলাই, ২০২৫