কক্সবাজারের চকরিয়া উপজেলার গয়ালমারা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে যাওয়ার ঘটনায় দুইজন নিহত এবং কমপক্ষে পাঁচজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) রাত ১১টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, হানিফ পরিবহনের একটি বাস চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার পথে গয়ালমারা এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২০ ফুট নিচে খাদে পড়ে যায়।
দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছায় চিরিংগা হাইওয়ে থানা-পুলিশ, চকরিয়া থানা পুলিশ, ফায়ার সার্ভিস এবং সেনাবাহিনীর একটি দল। রাত আড়াইটার দিকে একটি ভারী ক্রেনের সহায়তায় বাসটি খাদ থেকে উদ্ধার করা হয়।
চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন জানান,“এ ঘটনায় এখন পর্যন্ত দুইজনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। তাদের একজনের মরদেহ জানালায় ঝুলে ছিল, অপরজন বাসের নিচে চাপা পড়ে ছিলেন। নিহতদের মরদেহ থানা হেফাজতে রাখা হয়েছে। আহতদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দ্রুতগতি ও রাতের বৃষ্টিপাতজনিত পিচ্ছিল রাস্তাই দুর্ঘটনার প্রধান কারণ। বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। যাত্রীরা জানান, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাসটি কয়েক সেকেন্ডের মধ্যেই খাদে উল্টে যায়।
দুর্ঘটনা তদন্তে ইতোমধ্যে একটি প্রাথমিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। নিহতদের পরিচয় শনাক্ত ও স্বজনদের খোঁজে পুলিশ কাজ করছে।