চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বন্য হাতির আক্রমণে সাদেক হোসেন (২৬) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চরতী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ঘোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
সাদেক হোসেন পেশায় একজন কৃষক এবং ওই এলাকার আবুল হোসেনের ছেলে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. আলী জানান, রাতে বাজার থেকে হেঁটে বাড়ি ফেরার পথে হঠাৎ করে একটি বন্য হাতি তাকে আক্রমণ করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই শনিবার সকালে নিহতের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, পাহাড়ঘেঁষা এলাকায় প্রায়ই বন্য হাতির উপদ্রব দেখা যায়। এ বিষয়ে প্রশাসনের কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
৬ জুলাই, ২০২৫
প্রতি বছরের মতো এবারও পবিত্র আশুরা উপলক্ষে চট্টগ্রামে শিয়া সম্প্রদায় এক বিশাল মার্সিয়া মিছিল (তাজিয়া মিছিল) বের করেছে। রোববার (৬ জুলাই) সকালে নগরীর সদরঘাটের ইমামবাড়া থেকে শুরু হওয়া এই শোকমিছিল 'হায় হোসাইন, হায় হোসাইন' ধ্বনিতে চারদিকে এক শোকাবহ আবহের সৃষ্টি করে। শত শত শোকাতুর মুসল্লি মার্সিয়া ও শোকগীতি পাঠ করতে করতে মাতম করে মিছিলে অংশ নেন।মার্সিয়া ...
৬ জুলাই, ২০২৫
৬ জুলাই, ২০২৫
৬ জুলাই, ২০২৫
৬ জুলাই, ২০২৫
৫ জুলাই, ২০২৫
৬ জুলাই, ২০২৫
প্রতি বছরের মতো এবারও পবিত্র আশুরা উপলক্ষে চট্টগ্রামে শিয়া সম্প্রদায় এক বিশাল মার্সিয়া মিছিল (তাজিয়া মিছিল) বের করেছে। রোববার (৬ জুলাই) সকালে নগরীর সদরঘাটের ইমামবাড়া থেকে শুরু হওয়া এই শোকমিছিল 'হায় হোসাইন, হায় হোসাইন' ধ্বনিতে চারদিকে এক শোকাবহ আবহের ...