চট্টগ্রাম নগরীর ৪১ নং পতেঙ্গা ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা নুরুল আবছারের বিরুদ্ধে ক্ষমতার দাপটে নিজের পরিবারের সদস্যদের নামে টিসিবি পণ্যের ফ্যামিলি কার্ড নেওয়ার অভিযোগ ওঠেছে।
অভিযোগে রয়েছে, নুরুল আবছার বিএনপির দাপট দেখিয়ে ঐ ওয়ার্ডের বরাদ্ধকৃত টিসিবি পণ্যের ফ্যামিলি কার্ড নিজের দুই মেয়ে এবং নিজের আপন ভাইয়ের নামে করে নিয়েছেন। অথচ তার মেয়েরা একজন কানাডা প্রবাসী এবং অন্যজন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এছাড়াও তার ভাই মো. নূরুল হুদা পেশায় একজন ঠিকাদার।
সিটিজি পোস্টের হাতে আসা টিসিবির ফ্যামিলি কার্ডের ছবিতে দেখা যায়, ফ্যামিলি কার্ড তৈরির সময় তার দুই মেয়ে সামিরা আবছার ও আনিকা আবছারকে ‘গৃহিণী’ এবং ভাই নূরুল হুদাকে ‘বেকার’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
অনুসন্ধানে আরও জানা যায়, নূরুল আবছার নিজেও একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং সাবেক কাউন্সিলর।
টিসিবির নিয়ম অনুযায়ী, এসব পণ্যের ফ্যামিলি কার্ড শুধুমাত্র নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষদের জন্য বরাদ্দ থাকে। কিন্তু ক্ষমতার অপব্যবহারে একজন সাবেক জনপ্রতিনিধির এমন আচরণে প্রশ্ন উঠেছে- তাহলে কি গরিবের হকও কেড়ে নিচ্ছেন প্রভাবশালী নেতারা?
এ বিষয়ে জানতে অভিযুক্ত নূরুল আবছারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, টিসিবির পণ্য পাওয়া নাগরিকের অধিকার। আমার প্রয়োজন ছিল তাই কার্ড নিয়েছি।
তবে টিসিবির চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক শফিকুল ইসলাম বলেন, টিসিবির কার্ড পাওয়ার অধিকার শুধুমাত্র গরিব মানুষের। কার্ড তৈরির দায়িত্ব সিটি করপোরেশনের ওয়ার্ড সচিবের। তারা ডকুমেন্টস যাচাই-বাছাই করে এসব কার্ড তৈরি করে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে ৪১ নম্বর ওয়ার্ডের সচিবের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
স্থানীয়দের অভিযোগ, আবছার শুধু কার্ড আত্মসাৎই করেননি, সরকার পতনের পর থেকে ঘাট দখল, তেল চোরাচালানসহ একাধিক অবৈধ কর্মকান্ডের সাথে যুক্ত হয়েছেন। তার অনুসারীরা এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টায় বারবার সংঘর্ষে জড়িয়েছেন।
নুরুল আবছারের এসব কর্মকান্ডে স্থানীয় বাসিন্দা ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে নিন্দার ঝড় উঠেছে। অনেকে বিষয়টিকে 'লজ্জাজনক' আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন। তারা বলছেন, নেতাদের কাজ যদি হয় জনগণের অধিকার কেড়ে নেওয়া, তাহলে জনগণ যাবে কোথায়?
২৩ আগস্ট, ২০২৫
সিটিজি পোস্টের পৃষ্ঠপোষকতায় সাউদার্ন ইউনিভার্সিটি ইংলিশ ডিবেটিং সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত হলো ইন্টার-ডিপার্টমেন্ট ডিবেট কম্পিটিশন ‘দ্য ব্যাটল অব ব্রেইনস ২০২৫।দুইদিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতার তিনটি ট্যাব রাউন্ড শেষে শুক্রবার (২২ আগস্ট) অনুষ্ঠিত হয় সেমিফাইনাল পর্ব। সেমিফাইনাল শেষে ফাইনালে জায়গা করে নেয় টিম ‘ফোর জিরো ফোর নট ফাউন্ড’ ও টিম ‘ক্লস ক্রাশা...
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২২ আগস্ট, ২০২৫
২১ আগস্ট, ২০২৫
২১ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
সিটিজি পোস্টের পৃষ্ঠপোষকতায় সাউদার্ন ইউনিভার্সিটি ইংলিশ ডিবেটিং সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত হলো ইন্টার-ডিপার্টমেন্ট ডিবেট কম্পিটিশন ‘দ্য ব্যাটল অব ব্রেইনস ২০২৫।দুইদিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতার তিনটি ট্যাব রাউন্ড শেষে শুক্রবার (২২ আগস্ট) অনুষ্ঠিত হয় সে...