লোহাগাড়ায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে ব্যবসায়ী আহত, ব্যবসায়ী মহলে আতঙ্ক

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ৫/৭/২০২৫, ৮:০০:৩৫ PM

লোহাগাড়ায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে ব্যবসায়ী আহত, ব্যবসায়ী মহলে আতঙ্ক

লোহাগাড়ার আমিরাবাদ স্টার সুপার মার্কেটে এক ব্যবসায়ীর উপর কিশোর গ্যাংয়ের সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (৬ জুলাই) রাতের এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও ব্যবসায়ীদের মাঝে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে।


প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রাতের ওই সময় ১০-১৫ জনের একটি কিশোর গ্যাং দল সুপার মার্কেটে ঢুকে ব্যবসায়ী মোহাম্মদ জোবান সিকদারের উপর অতর্কিতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ঘটনার বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজ ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আহত ব্যবসায়ী জোবান সিকদার লোহাগাড়ার আমিরাবাদ এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে ওই ব্যবসায়ী আমিরাবাদ মার্কেটে থাকা অবস্থায় দু'জন মহিলা ক্রেতার সঙ্গে অন্তর্বাস বিক্রির সময় প্রবাহ কোচিং সেন্টার থেকে নামা ৩/৪ জন কিশোর তাদের ইভটিজিং করে। এ ঘটনার প্রতিবাদ করলে কিশোররা ব্যবসায়ীকে কিল-ঘুষি মেরে হুমকি দিয়ে সেদিন সেখান থেকে চলে যায়। এর জের ধরেই শুক্রবার রাতে পরিকল্পিতভাবে ওই ব্যবসায়ীর উপর হামলা চালানো হয় বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

এ বিষয়ে জানতে চাইলে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান সিটিজিপোস্টকে বলেন, “ঘটনাটি শুনেছি। তবে ভিকটিমের পক্ষ থেকে থানায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী মহলে চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। তারা বলছেন, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে এলাকায় স্বাভাবিক ব্যবসা-বাণিজ্য চালানো এখন কঠিন হয়ে পড়েছে। একজন ক্ষুব্ধ ব্যবসায়ী বলেন, “এই কিশোর গ্যাংয়ের লাগাম এখনই টানতে হবে, না হলে এমন ঘটনার পুনরাবৃত্তি হতেই থাকবে।”

ক্যাটাগরি:
কভার নিউজচট্টগ্রাম

কভার নিউজ ক্যাটাগরি থেকে আরো

চট্টগ্রামে বিএসসি ইঞ্জিনিয়ারদের বৈষম্য নিরসন ও ৩ দফা দাবিতে বিক্ষোভ মিছিল  চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (CUET) শিক্ষার্থীরা নবম গ্রেডে বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রতি চলমান বৈষম্য নিরসন এবং তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন।   শনিবার (৫ জুলাই) বিকেল ৪টা থেকে নগরীর ২ নং গেইটে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় তারা ‘এই মুহুর্তে দরকার, প্রকৌশল খাতের সংস্কার’, ‘মেধার মর্যাদা রক্ষা করো’- সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।  বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, সরকারি নিয়োগ কাঠামোয় ডিপ্লোমাধারীদের জন্য শতভাগ কোটা সংরক্ষণের ফলে বিএসসি ইঞ্জিনিয়াররা প্রতিযোগিতার বাইরে ঠেলে পড়ছেন। এটি শুধু বৈষম্য নয়, বরং শিক্ষার্থীদের দীর্ঘ চার বছরের কঠোর পরিশ্রম ও মেধার প্রতি চরম অবমূল্যায়ন বলেও মন্তব্য করেন তারা।  প্রকৌশল শিক্ষার্থীদের জানানো ৩ দফা দাবি হলো: ১. নবম গ্রেডে (সহকারী প্রকৌশলী) নিয়োগে মেধার ভিত্তিতে নির্বাচনের ব্যবস্থা ও শুধুমাত্র বিএসসি ডিগ্রিধারীদের আবেদন করার সুযোগ নিশ্চিত করা।  ২. দশম গ্রেডে (উপ-সহকারী প্রকৌশলী) পদে সকল ডিগ্রিধারীর জন্য সমান সুযোগ রাখা।  ৩. ‘প্রকৌশলী’ পদবি ব্যবহারের ক্ষেত্রে শুধুমাত্র বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য আইন করে গেজেট প্রকাশ।

চট্টগ্রামে বিএসসি ইঞ্জিনিয়ারদের বৈষম্য নিরসন ও ৩ দফা দাবিতে বিক্ষোভ মিছিল চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (CUET) শিক্ষার্থীরা নবম গ্রেডে বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রতি চলমান বৈষম্য নিরসন এবং তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন। শনিবার (৫ জুলাই) বিকেল ৪টা থেকে নগরীর ২ নং গেইটে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় তারা ‘এই মুহুর্তে দরকার, প্রকৌশল খাতের সংস্কার’, ‘মেধার মর্যাদা রক্ষা করো’- সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, সরকারি নিয়োগ কাঠামোয় ডিপ্লোমাধারীদের জন্য শতভাগ কোটা সংরক্ষণের ফলে বিএসসি ইঞ্জিনিয়াররা প্রতিযোগিতার বাইরে ঠেলে পড়ছেন। এটি শুধু বৈষম্য নয়, বরং শিক্ষার্থীদের দীর্ঘ চার বছরের কঠোর পরিশ্রম ও মেধার প্রতি চরম অবমূল্যায়ন বলেও মন্তব্য করেন তারা। প্রকৌশল শিক্ষার্থীদের জানানো ৩ দফা দাবি হলো: ১. নবম গ্রেডে (সহকারী প্রকৌশলী) নিয়োগে মেধার ভিত্তিতে নির্বাচনের ব্যবস্থা ও শুধুমাত্র বিএসসি ডিগ্রিধারীদের আবেদন করার সুযোগ নিশ্চিত করা। ২. দশম গ্রেডে (উপ-সহকারী প্রকৌশলী) পদে সকল ডিগ্রিধারীর জন্য সমান সুযোগ রাখা। ৩. ‘প্রকৌশলী’ পদবি ব্যবহারের ক্ষেত্রে শুধুমাত্র বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য আইন করে গেজেট প্রকাশ।

৫ জুলাই, ২০২৫

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (CUET) শিক্ষার্থীরা নবম গ্রেডে বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রতি চলমান বৈষম্য নিরসন এবং তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন। শনিবার (৫ জুলাই) বিকেল ৪টা থেকে নগরীর ২ নং গেইটে ঘণ্টাব্...