সরকারি নির্দেশনা অমান্য করে নির্ধারিত দিনে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার (চলতি দায়িত্বে) মো. জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করেছে অর্থ মন্ত্রণালয়।
মঙ্গলবার (১ জুলাই) জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর আওতাধীন কর্মকর্তা জাকির হোসেন গত ২১ ও ২৮ জুন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। অথচ এর আগে ১৮ জুন এনবিআর এক নির্দেশনায় ২৮ জুনের সাপ্তাহিক ছুটি বাতিল করে সকল কর্মকর্তাকে কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশ দেয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জাকির হোসেন নির্দেশ অমান্য করে সরকারের গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডে ব্যাঘাত ঘটিয়েছেন, যা সরকারি চাকরি (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৮-এর ধারা ৩৯(১) অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।
এ কারণে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং এ বিষয়ে লিখিত ব্যাখ্যা চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাকে আগামী ৭ (সাত) কর্মদিবসের মধ্যে এ বিষয়ে জবাব দিতে বলা হয়েছে।
এ ব্যাপারে চট্টগ্রাম কাস্টম হাউসের কোনো কর্মকর্তা এখনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি। তবে এনবিআরের এক সিনিয়র কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, “সরকারি দায়িত্ব পালনে শৃঙ্খলা ভঙ্গের বিষয়টিকে আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখি। যারা বারবার এমন দায়িত্বহীন আচরণ করেন, তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।”
২২ আগস্ট, ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী ভারপ্রাপ্ত আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, ইসলামের বিজয়ের জন্য রুকনদের জান ও মাল দিয়ে অগ্রণী ভূমিকা রাখতে হবে। মানুষের বানানো সব মতবাদকে পরাভূত করে আল্লাহর কালেমাকে সর্বোচ্চ স্থানে প্রতিষ্ঠা করাই হবে তাদের লক্ষ্য।শুক্রবার (২২ আগস্ট) সকাল ৮টায় চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানার ...
২১ আগস্ট, ২০২৫
২১ আগস্ট, ২০২৫
২১ আগস্ট, ২০২৫
২১ আগস্ট, ২০২৫
২১ আগস্ট, ২০২৫
২২ আগস্ট, ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী ভারপ্রাপ্ত আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, ইসলামের বিজয়ের জন্য রুকনদের জান ও মাল দিয়ে অগ্রণী ভূমিকা রাখতে হবে। মানুষের বানানো সব মতবাদকে পরাভূত করে আল্লাহর কালেমাকে সর্বোচ্চ স...