“বিতর্ক এমন এক মঞ্চ, যেখানে যুক্তি গর্জে উঠবে বজ্রের মতো, আর শব্দ হবে তরবারির মতো ধারালো। প্রতিটি যুক্তিই হবে প্রতিযোগীর অস্ত্র, আর প্রতিটি মুহূর্ত হবে বুদ্ধির রোমাঞ্চকর লড়াই।”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাউদার্ন ইউনিভার্সিটি ইংলিশ ডিবেটিং সোসাইটির আয়োজনে আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে ‘সিটিজি পোস্ট প্রেজেন্টস—দ্য ব্যাটল অব ব্রেইনস: ইন্টার-ডিপার্টমেন্ট ডিবেট কম্পিটিশন ২০২৫’।
দুই দিনব্যাপী এই প্রতিযোগিতার প্রথম দিনে (২২ আগস্ট) অনুষ্ঠিত হবে প্রিলিমিনারি রাউন্ড এবং দ্বিতীয় দিনে (২৪ আগস্ট) অনুষ্ঠিত হবে ফাইনাল রাউন্ড।
প্রতিযোগিতার ফরম্যাট হবে বাংলা এশিয়ান পার্লামেন্টারি ডিবেট। প্রতিটি দল গঠিত হবে একই বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের শিক্ষার্থীদের নিয়ে।
সর্বমোট ৮টি ডিপার্টমেন্ট থেকে ৮টি দল অংশ নেবে এবারের আসরে এবং সাথে থাকছেন দেশের খ্যাতিমান বিতার্কিকরা।
চট্টগ্রামের মাল্টিমিডিয়া অনলাইন পোর্টাল সিটিজি পোস্ট এই প্রতিযোগিতার প্রধান পৃষ্ঠপোষক।
সিটিজিপোস্ট/এমএইচডি