স্বৈরাচারী শাসক শেখ হাসিনার পতনের আন্দোলন শুরু হয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে।
প্রথমে সরকারি চাকরিতে ত্রিশ শতাংশ অযৌক্তিক কোটা কমানোর দাবিতে এ আন্দোলন গড়ে উঠলেও পরে তা ধাপে ধাপে স্বৈরাচারী সরকার পতনের গণআন্দোলনে রূপ নেয়।
এই আন্দোলনের শুরু থেকে এক বছরের পথচলা, সাফল্য ও ব্যর্থতার খতিয়ান নিয়ে সিটিজিপোস্টের বিশেষ প্রতিবেদন।
বিতর্কিত এক এগারোর পর ২০০৮ সালের নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতায় আসেন। এরপর বিরোধী দলের নেতা কর্মীদের গুম খুন জেল ও জুলুম চালিয়ে টানা পনেরো বছর ক্ষমতা দখল করে রাখেন। অবকাঠামো উন্নয়নের নামে প্রচারণা চালিয়ে দুঃশাসন আড়াল করার চেষ্টা করলেও তা শেষ পর্যন্ত ব্যর্থ হয়। গত জুলাইয়ে ছাত্ররা হুইসেল বাজানো শুরু করলে সাধারণ মানুষ দীর্ঘদিনের ক্ষোভ নিয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়ে।
শেখ হাসিনা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ও রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করে জনগণের উপর নির্বিচারে গুলি চালায়। প্রাণ হারান চৌদ্দশর বেশি মানুষ আহত হন ২০ হাজারেরও বেশি। টানা ৩৬ দিনের রক্তক্ষয়ী আন্দোলনের পর পাঁচ আগস্ট শেখ হাসিনার পতন ঘটে। আওয়ামী লীগের বহু নেতা ভারতে পালিয়ে যায়। সরকারশূন্য তিন দিন কাটানোর পর ছাত্রদের আহ্বানে প্যারিস থেকে ফিরে এসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূস। এক বছর পূর্তিতে এখন সরকারের সাফল্য ব্যর্থতার হিসাব নিয়ে আলোচনা হচ্ছে।
পাঁচ আগস্টের পর তিন দিন
আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেয় সাধারণ মানুষ। পুলিশ প্রশাসন সম্পূর্ণ ভেঙে পড়ে। শেখ হাসিনা দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করে পালিয়ে যায়। সেই সময় ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয় ফেনী। রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যেই শপথ নেয় ইউনূস সরকার।
অন্তর্বর্তী সরকারের এক বছরের সাফল্যের তালিকায় প্রেস সচিব বারোটি গুরুত্বপূর্ণ অর্জনের কথা উল্লেখ করেন। এর মধ্যে রয়েছে শান্তি প্রতিষ্ঠা অর্থনৈতিক পুনরুজ্জীবন বাণিজ্য বিনিয়োগে অগ্রগতি জুলাই সনদ বাস্তবায়ন গণহত্যার বিচার প্রক্রিয়া শুরু নির্বাচন পরিকল্পনা প্রাতিষ্ঠানিক সংস্কার গণমাধ্যমের স্বাধীনতা পররাষ্ট্রনীতির পরিবর্তন প্রবাসী অধিকার উন্নয়ন শহীদ ও আহতদের সহায়তা এবং অবকাঠামো উন্নয়ন।
অর্থনীতিতে উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় শুল্কহার কমানো মূল্যস্ফীতি প্রায় চৌদ্দ শতাংশ থেকে আট দশমিক চার আট শতাংশে নামিয়ে আনা রেমিট্যান্স তিন হাজার তিনত্রিশ কোটি ডলারে উন্নীত করা রপ্তানি আয় নয় শতাংশ বৃদ্ধি টাকার মান শক্তিশালী হওয়া চার বিলিয়ন ডলার ঋণ পরিশোধ বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি এবং দশ দশমিক পাঁচ বিলিয়ন ডলারের বৈদেশিক বিনিয়োগ।
তবুও প্রশ্ন রয়ে গেছে ছাত্র জনতার আত্মত্যাগের মূল লক্ষ্য কতটা বাস্তবায়ন হয়েছে। শহীদদের তালিকা অসম্পূর্ণ নূর মোস্তাফা স্বীকৃতি পাননি বলে সমালোচনা উঠেছে। জুলাই রেকর্ডসের মতে পরিচিত পরিবারগুলো পুনর্বাসিত হলেও প্রান্তিকরা অবহেলিত থেকে গেছেন।
শহীদ পরিবার ও আহতদের জন্য এক বছরে সরকার সঞ্চয়পত্র ও নগদ অর্থ দিয়েছে তবে অনেকে মনে করছেন এ প্রচেষ্টা যথেষ্ট নয়। বিএনপি শুরু থেকেই দ্রুত নির্বাচন দাবি করছে। ছয় জুন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ডক্টর ইউনূস তিনটি দায়িত্বের কথা উল্লেখ করেন। সেগুলো হলো গণহত্যার বিচার রাষ্ট্র কাঠামোর সংস্কার এবং নির্বাচন আয়োজন।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী দায়ের হওয়া মামলাগুলোর বেশিরভাগে অগ্রগতি হলেও পুলিশের বিরুদ্ধে কার্যকর জবাবদিহি এখনো অনুপস্থিত। সংস্কার কমিশন এগারো খাতে গঠিত হলেও শিক্ষা ও বেসরকারি খাত বাইরে রাখা হয়েছে। ঐকমত্য কমিশন ইতিমধ্যে সনদের খসড়া প্রকাশ করেছে এবং ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশে নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে।
চট্টগ্রামের রাজনৈতিক নেতারা সরকারের সাফল্য ও ব্যর্থতা নিয়ে ভিন্নমত পোষণ করেছেন। কেউ বলেছেন গণহত্যার বিচার ও কাঠামোগত সংস্কার উপেক্ষিত কেউ বলেছেন আইনশৃঙ্খলায় ব্যর্থতা স্পষ্ট। বিএনপি অভিযোগ করেছে বিদেশে পাচার হওয়া টাকা ফেরানো যায়নি ছাত্রলীগ ক্যাডারদের কাছে থাকা অস্ত্র উদ্ধার হয়নি।
গত এক বছরে খুন, ধর্ষণ, ডাকাতিসহ সংখ্যালঘুদের উপর বেশ কিছু হামলার ঘটনা সংঘটিত হয়েছে। পাশাপাশি অপতথ্য ও গুজবও ছড়িয়েছে রেকর্ড পরিমাণে। ফলে জনমনে আক্ষেপ রয়ে গেছে যে আবু সাইদ ওয়াসিম রিয়া গোপদের রক্তের বিনিময়ে গড়ে ওঠা সরকারের মূল প্রতিশ্রুতি কতটা পূর্ণ হলো। গণহত্যার বিচার রাষ্ট্র কাঠামোর সংস্কার ও নির্বাচন এই তিন দায়িত্বই এখন জাতির সামনে বড় প্রশ্ন হয়ে আছে।
সিটিজিপোস্ট/এমএইচডি
২৩ আগস্ট, ২০২৫
জুলাই সনদে মতামত দেয়নি বেশ কয়েকটি রাজনৈতিক দল। জাতীয় ঐকমত্য কমিশনের জনসংযোগ দপ্তর শুক্রবার (২২ আগস্ট) এ তথ্য জানিয়েছে।কমিশনের পক্ষ থেকে জানানো হয়, নাগরিক ঐক্য, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ (জিওপি), রাষ্ট্র সংস্কার আন্দোলন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও ইসলামী ঐক্যজোট জুলাই সনদে কোনো মতামত জমা দেয়নি...
২২ আগস্ট, ২০২৫
২২ আগস্ট, ২০২৫
২২ আগস্ট, ২০২৫
২২ আগস্ট, ২০২৫
২১ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
জুলাই সনদে মতামত দেয়নি বেশ কয়েকটি রাজনৈতিক দল। জাতীয় ঐকমত্য কমিশনের জনসংযোগ দপ্তর শুক্রবার (২২ আগস্ট) এ তথ্য জানিয়েছে।কমিশনের পক্ষ থেকে জানানো হয়, নাগরিক ঐক্য, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ (জিওপি), রাষ্ট্র সংস্কার আন্দোলন, বাংলাদেশের কমিউন...