বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপির বিজয় ঠেকাতে কোনো ধরনের অপকৌশল বা শর্তের বেড়াজালে না গিয়ে রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবিলা করতে হবে। যারা আসন্ন নির্বাচনকে সামনে রেখে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছেন, তারা গণতন্ত্র উত্তরণের পথে বাধা সৃষ্টি করছেন বলে মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে জন্মাষ্টমী উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, যারা নির্বাচনী পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা করছেন, তারা হয়তো নিজের অজান্তেই গণতন্ত্রে উত্তরণের পথকে জটিল করে তুলছেন। এতে পতিত, পরাজিত ও পলাতক স্বৈরাচারের পুনর্বাসনের সুযোগ সৃষ্টি হতে পারে যদি আমরা গণতান্ত্রিক উত্তরণের পথে একের পর এক শর্ত আরোপ করতে থাকি।
গণতান্ত্রিক শক্তির প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ বিরোধ এমন জায়গায় নেওয়া উচিত নয়, যেখানে সেই বিরোধকে পুঁজি করে পরাজিত ফ্যাসিবাদ নিজেদের অপকর্মকে ন্যায়সঙ্গত প্রমাণের সুযোগ পায়। তারেকের মতে, প্রতিটি ইস্যুতে রাজনৈতিক দলগুলোর অভিন্ন অবস্থান থাকা জরুরি নয়। তবে স্বাধীনতা, সার্বভৌমত্ব, স্বৈরাচার প্রতিরোধ ও দেশকে তাঁবেদারি মুক্ত রাখার মতো জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে অবশ্যই ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে।
বিএনপির বিজয় ঠেকাতে অপরাজনীতির আশ্রয়ে গিয়ে ফ্যাসিবাদী সরকার দেশকে একসময় তাঁবেদারি রাষ্ট্রে পরিণত করেছিল উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে যারা মনে করছেন নির্বাচনে জনগণ বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনবে, সেই আশঙ্কা থেকে নানা কৌশল ও শর্তের বেড়াজালে বিএনপির বিজয় ঠেকাতে চাইছেন, তাদের উদ্দেশ্যে বলছি—রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবিলা করুন।
তিনি আরও বলেন, জনগণের শক্তির ওপর আস্থা রাখুন। যদি জনগণ বিএনপিকে বিজয় দেয়, তবে সেই বিজয় ঠেকানোর জন্য জনগণের রায় প্রদানের পথ রুদ্ধ করবেন না।
বর্তমান পরিস্থিতিতে পিআর (PR) পদ্ধতি দেশের জন্য উপযোগী নয় বলেও মন্তব্য করেন তারেক। তার ভাষায়, বাংলাদেশের আর্থসামাজিক, ভৌগোলিক ও রাজনৈতিক বাস্তবতায় পিআর পদ্ধতিতে নির্বাচন করা এখনো উপযুক্ত নয়। জনগণের অধিকার রয়েছে কাকে ভোট দিয়ে সংসদে পাঠানো হচ্ছে তা জানার। কিন্তু পিআর পদ্ধতিতে সেই অধিকার স্পষ্টভাবে প্রতিফলিত হয় না।
জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে তারেক রহমান বলেন, বাংলাদেশ আমাদের সবার। প্রতিটি নাগরিকের একমাত্র পরিচয় হলো আমরা বাংলাদেশি। দেশের প্রতিটি মানুষ আইনের দৃষ্টিতে সমান অধিকার ভোগ করবেন, এটাই বিএনপির নীতি এবং রাজনীতি।
হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি বলেন, আগামী নির্বাচনে বিএনপি আপনাদের সমর্থন ও সক্রিয় সহযোগিতা চায়। একইসাথে তিনি পুনরায় বলেন, দল-মত-ধর্ম-দর্শন যার যার হলেও রাষ্ট্র সবার।
সিটিজিপোস্ট/এমএইচডি
২২ আগস্ট, ২০২৫
কক্সবাজারের উখিয়া উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, "দ্রুত নির্বাচন না হলে দেশ গভীর সংকটে নিপতিত হবে। একমাত্র নির্বাচিত সরকারের পক্ষেই দেশে স্থিতিশীলতা ও শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব।"শুক্রবার (২২ আগস্ট) বিকেলে উখিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত উখিয়া উপজেলা বিএনপির...
২২ আগস্ট, ২০২৫
২২ আগস্ট, ২০২৫
২১ আগস্ট, ২০২৫
২১ আগস্ট, ২০২৫
২০ আগস্ট, ২০২৫
২২ আগস্ট, ২০২৫
কক্সবাজারের উখিয়া উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, "দ্রুত নির্বাচন না হলে দেশ গভীর সংকটে নিপতিত হবে। একমাত্র নির্বাচিত সরকারের পক্ষেই দেশে স্থিতিশীলতা ও শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভ...