ফেনী ইউনিভার্সিটির শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠাসহ নানা দাবিতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ফেনীর মহিপাল ফ্লাইওভারের উত্তর পাশে হাজারী রোডের মাথায় তারা এ কর্মসূচি পালন করেন। এতে মহাসড়কের উভয় লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
শিক্ষার্থীদের দাবি— স্থায়ী ক্যাম্পাস, নিজস্ব বাস সার্ভিস চালু, ছাত্র রাজনীতি নিষিদ্ধকরণ এবং বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান পরিবর্তন। বিক্ষোভে অংশ নিয়ে তারা বিভিন্ন স্লোগান দেন এবং পদযাত্রা করে মহাসড়কে অবস্থান নেন।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও কোনো সমাধান না পাওয়ায় বাধ্য হয়ে মহাসড়ক অবরোধে নামতে হয়েছে। ইউজিসি বিশ্ববিদ্যালয়টিকে ‘রেড লিস্ট’-এ অন্তর্ভুক্ত করায় শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে বলেও তারা অভিযোগ করেন।
শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার জন্য অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতিমা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা নাসরিন কান্তাসহ সেনা ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার পর তারা মহাসড়ক থেকে সরে দাঁড়িয়েছে। তাদের একটি প্রতিনিধিদল জেলা প্রশাসকের সঙ্গে আলোচনায় বসবে।
প্রসঙ্গত, এর আগে শিক্ষার্থীরা গত বছরের ১৩ আগস্ট ১৫ দফা দাবি পেশ করেছিলেন। আশ্বাস সত্ত্বেও বাস্তবায়ন না হওয়ায় তারা ২১ অক্টোবর ও ১৮ ফেব্রুয়ারি আন্দোলনে নামে। সর্বশেষ চলতি মাসের ১৮ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা।
২২ আগস্ট, ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী ভারপ্রাপ্ত আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, ইসলামের বিজয়ের জন্য রুকনদের জান ও মাল দিয়ে অগ্রণী ভূমিকা রাখতে হবে। মানুষের বানানো সব মতবাদকে পরাভূত করে আল্লাহর কালেমাকে সর্বোচ্চ স্থানে প্রতিষ্ঠা করাই হবে তাদের লক্ষ্য।শুক্রবার (২২ আগস্ট) সকাল ৮টায় চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানার ...
২১ আগস্ট, ২০২৫
২১ আগস্ট, ২০২৫
২১ আগস্ট, ২০২৫
২১ আগস্ট, ২০২৫
২১ আগস্ট, ২০২৫
২২ আগস্ট, ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী ভারপ্রাপ্ত আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, ইসলামের বিজয়ের জন্য রুকনদের জান ও মাল দিয়ে অগ্রণী ভূমিকা রাখতে হবে। মানুষের বানানো সব মতবাদকে পরাভূত করে আল্লাহর কালেমাকে সর্বোচ্চ স...