বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী ভারপ্রাপ্ত আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, ইসলামের বিজয়ের জন্য রুকনদের জান ও মাল দিয়ে অগ্রণী ভূমিকা রাখতে হবে। মানুষের বানানো সব মতবাদকে পরাভূত করে আল্লাহর কালেমাকে সর্বোচ্চ স্থানে প্রতিষ্ঠা করাই হবে তাদের লক্ষ্য।
শুক্রবার (২২ আগস্ট) সকাল ৮টায় চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানার উদ্যোগে থানার কার্যালয়ে আয়োজিত ষান্মাসিক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, “আমাদের জান-মাল সবই আল্লাহর দান। তাই এর সঠিক ব্যবহার করে আল্লাহর শুকরিয়া আদায় করাই আমাদের দায়িত্ব। জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর হুকুম পালন করতে হবে। রুকনদের মৃত্যু পর্যন্ত সক্রিয় থাকতে হবে, কোনোভাবে দুর্বল হওয়া যাবে না।”
আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, “অন্তর্বর্তী সরকার অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের মাধ্যমে তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে। যারা সুষ্ঠু নির্বাচন চায় না, তারাই এর বিরোধিতা করছে। তারা যেকোনোভাবে নির্বাচন দিয়ে পুরনো ফ্যাসিবাদ ফিরিয়ে আনতে চায়।”
তিনি আরো বলেন, “অনেকে মনে করছেন আমরা বিভক্ত হয়ে গেছি। এটি সঠিক নয়। আমাদের মাঝে জুলাইয়ের চেতনা অটুট আছে। আমরা বিভক্ত হইনি। যারা পিআর পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচন চায় না, তারা জানে সুষ্ঠু নির্বাচন হলে ক্ষমতায় আসতে পারবে না। তাই তারা এই পদ্ধতির বিরোধিতা করছে।”
সম্মেলনে সভাপতিত্ব করেন সদরঘাট থানা আমির মুহাম্মদ আবদুল গফুর। সঞ্চালনা করেন থানার সেক্রেটারি সরওয়ার জাহান সিরাজি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পবিত্র কুরআন থেকে দারসুল কুরআন পেশ করেন পতেঙ্গা থানার নায়েবে আমির, ইসলামী চিন্তাবিদ ও পতেঙ্গা ইসলামিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা ড. আবদুল মোতালেব। এছাড়া উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী শফিউল আলম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন থানা নায়েব আমির ডা. আবদুল মতিন তালুকদার, সহকারী সেক্রেটারি ফজলে এলাহী মুহাম্মদ শাহীন, প্রশিক্ষণ সেক্রেটারি মাওলানা বেলায়েত হোসাইন, ২৮ নম্বর ওয়ার্ড আমির কবির আহমদ, ২৯ নম্বর ওয়ার্ড আমির মুহাম্মদ ইব্রাহীম এবং ৩০ নম্বর ওয়ার্ড আমির হারুন অর রশিদ দিদার।
সিটিজিপোস্ট/এমএইচডি
১৮ সেপ্টেম্বর, ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বুধবার (১৮ সেপ্টেম্বর ) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে সংবাদ সম্মেলনে প্যানেল ঘোষণা করেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। সংগঠনটি ভিপি হিসেবে নির্বাচন করবেন সংগঠনটির সাংগঠনিক সম...
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বুধবার (১৮ সেপ্টেম্বর ) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে সংবাদ সম্মেলনে প্যানেল ঘোষণা করেন জাতীয়তাবাদী ছাত্রদলের ...