চট্টগ্রামে ২৮ আগস্ট থেকে শুরু হচ্ছে রিজিওনাল টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে অনুষ্ঠিতব্য এ প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা দল অংশ নিচ্ছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে নগরীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, টুর্নামেন্টে মোট ২৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে গ্রুপ পর্বে ২৫টি, দুইটি সেমিফাইনাল ও একটি ফাইনাল খেলা হবে। উদ্বোধন করবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
সংবাদ সম্মেলনে জানানো হয়, টুর্নামেন্টের বাজেট ধরা হয়েছে প্রায় ৮০ লাখ টাকা। এর মধ্যে বিসিবি দেবে ৪৩ লাখ টাকা এবং বাকি ৩৭ লাখ টাকা বহন করবে ছয়টি পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান। এবি ব্যাংক, এশিয়ান গ্রুপ, ক্লিফটন গ্রুপ, কন্টিনেন্টাল গ্রুপ, ফোর্টিস গ্রুপ ও ইস্পাহানি গ্রুপ অব কোম্পানিজ ইতোমধ্যে স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে। আয়োজকদের ভাষ্যমতে, স্বল্প সময়ে হলেও স্পন্সর প্রতিষ্ঠানগুলো ইতিবাচক সাড়া দিয়েছে, এজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
লটারির মাধ্যমে ১১টি জেলা দলকে ছয়টি স্পন্সর প্রতিষ্ঠানের অধীনে ভাগ করা হয়েছে। গ্রুপ ‘এ’-তে রয়েছে ফোর্টিস রাঙ্গামাটি, কন্টিনেন্টাল খাগড়াছড়ি, এশিয়ান চট্টগ্রাম, ইস্পাহানি ফেনি ও এবি ব্যাংক চাঁদপুর। অন্যদিকে, গ্রুপ ‘বি’-তে আছে কন্টিনেন্টাল ব্রাহ্মনবাড়িয়া, ফোর্টিস কুমিল্লা, ইস্পাহানি লক্ষ্মীপুর, ক্লিফটন কক্সবাজার, এবি ব্যাংক নোয়াখালী ও এশিয়ান বান্দরবান।
প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিটি দলকে অনুশীলন ও প্রস্তুতি খরচের পাশাপাশি আবাসন, খাবার, খেলার পোশাক, দৈনিক ভাতা এবং যাতায়াত ভাতাসহ সব ধরনের সুবিধা দেওয়া হবে।
খেলা অনুষ্ঠিত হবে নগরীর সাগরিকাস্থ বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে (২৮ আগস্ট থেকে) এবং চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে (৩০ আগস্ট থেকে)। প্রতিদিন প্রতিটি ভেন্যুতে দুইটি করে ম্যাচ হবে। প্রথম ম্যাচ সকাল ৯টায় এবং দ্বিতীয় ম্যাচ দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হবে।
সিটিজিপোস্ট/এমএইচডি