আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, জুলাই-আগস্টে গণহত্যার সুপ্রিম কমান্ডার ছিলেন সাবেক পুলিশপ্রধান (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
বুধবার (২০ নভেম্বর ) দুপুরে তিনি এ কথা বলেন। তাজুল ইসলাম বলেন, চৌধুরী আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে গণহত্যা চালানো হয়েছে।
এদিন বেলা সাড়ে ১১টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে বিচার কাজ শুরু হয়।
সকালে প্রিজন ভ্যানে করে টাইব্যুনালে আনা হয় সাবেক পুলিশপ্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল কাফি, ডিএমপির সাবেক ডিসি মো. জসিম উদ্দিন মোল্লা, ঢাকার সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুর ইসলাম, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান, গুলশান থানার সাবেক ওসি মাজহারুল হক এবং ঢাকা উত্তর ডিবির সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেনকে।
জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় অভিযোগে দায়ের করা মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে শুনানিতে এমন সাবমিশন রাখে রাষ্ট্রপক্ষ।
এর আগে গত ২৭ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করে এই ৮ কর্মকর্তাকে হাজির করতে নির্দেশ দেন।
পুলিশের সাবেক ১৭ কর্মকর্তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়। এর মধ্যে যারা গ্রেফতার রয়েছেন তাদের আনা হয় ট্রাইব্যুনালে।
২৪ জুলাই, ২০২৫
গতকাল মঙ্গলবার (২৩ জুলাই) রাত ১০টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের পশ্চিম বিভাগের একটি চৌকস দল চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় চোরাই সিএনজি বিক্রির সময় দুইজনকে গ্রেফতার করেছে। এসময় তাদের হেফাজত থেকে তিনটি চোরাইকৃত সিএনজি অটোরিকশা ও নকল কাগজপত্র জব্দ করা হয়।গ্রেফতারকৃতরা হলেন: ১। মোহাম্মদ আব্বাস (৩২)...
২৩ জুলাই, ২০২৫
২২ জুলাই, ২০২৫
২২ জুলাই, ২০২৫
২১ জুলাই, ২০২৫
২৪ জুলাই, ২০২৫
গতকাল মঙ্গলবার (২৩ জুলাই) রাত ১০টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের পশ্চিম বিভাগের একটি চৌকস দল চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় চোরাই সিএনজি বিক্রির সময় দুইজনকে গ্রেফতার করেছে। এসময় তাদের হেফাজত থেকে ত...