চট্টগ্রামের রাজনৈতিক মহলে চলছে বাঘ-বন্দী খেলা। নাটকীয়ভাবে, সীতাকুণ্ডে মো. দিদারুল আলম নামে জাতীয় পার্টির (জাপা) এক সাবেক নেতা জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। আজ শুক্রবার (৪ জুলাই) সীতাকুণ্ডের মডেল মসজিদ কার্যালয়ে আয়োজিত জামায়াতের প্রাক্তন ছাত্র দায়িত্বশীল সমাবেশে সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন তিনি। জানা যায়, দিদারুল আলম জাতীয় পার্টির চট্টগ্রাম উত্তর জেলার সাবেক যুগ্ম-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
যোগদানকালে তিনি বলেন, আমি দীর্ঘদিন জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। তবে জামায়াতে ইসলামীর রাজনীতি, আদর্শ ও কর্মকাণ্ড ভালো লাগায় আমি এখন জামায়াতে যোগদান করেছি। দুনিয়াতে যতদিন বেঁচে থাকব ততদিন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে থেকে ইসলামের খেদমত করে যাবো, ইনশাআল্লাহ।
উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. তাহের বলেন, কিছুদিন আগে জামায়াতে যোগদানের আগ্রহ প্রকাশ করেন তিনি। শুক্রবার সকালে দায়িত্বশীল সমাবেশে তিনি জামায়াতে ইসলামীর ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। তিনি আমৃত্যু জামায়াতের সঙ্গে থেকে ইসলামের খেদমত করে যাবেন বলে জানিয়েছেন।
যোগদানের পর চট্টগ্রাম মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমির মোহাম্মদ নজরুল ইসলাম ও চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির মোহাম্মদ আলা উদ্দিন সিকদার তাকে বরণ করে নেন। এসময় উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আনোয়ার চৌধুরী, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমানসহ জেলা উপজেলার জামায়াতের বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন।
২২ আগস্ট, ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী ভারপ্রাপ্ত আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, ইসলামের বিজয়ের জন্য রুকনদের জান ও মাল দিয়ে অগ্রণী ভূমিকা রাখতে হবে। মানুষের বানানো সব মতবাদকে পরাভূত করে আল্লাহর কালেমাকে সর্বোচ্চ স্থানে প্রতিষ্ঠা করাই হবে তাদের লক্ষ্য।শুক্রবার (২২ আগস্ট) সকাল ৮টায় চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানার ...
২১ আগস্ট, ২০২৫
২১ আগস্ট, ২০২৫
২১ আগস্ট, ২০২৫
২১ আগস্ট, ২০২৫
২১ আগস্ট, ২০২৫
২২ আগস্ট, ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী ভারপ্রাপ্ত আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, ইসলামের বিজয়ের জন্য রুকনদের জান ও মাল দিয়ে অগ্রণী ভূমিকা রাখতে হবে। মানুষের বানানো সব মতবাদকে পরাভূত করে আল্লাহর কালেমাকে সর্বোচ্চ স...