ইসকনের গরুর খামারে কয়েক যুবকের হামলার দাবি করা ভিডিওটি বাংলাদেশের নয়। ভারতের পাঞ্জাব প্রদেশের জলন্ধর শহরের জমশেদ ডেইরির। হামলার ভিডিওটি পুরোনো। বাংলাদেশের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানারের অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে। এ-সংক্রান্ত একটি প্রতিবেদন রোববার (৮ ডিসেম্বর) রিউমর স্ক্যানারের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় পতাকা অবমাননার অভিযোগে করা রাষ্ট্রদ্রোহ মামলায় গত ২৫ নভেম্বর সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়। জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এর পরিপ্রেক্ষিতে আদালত প্রাঙ্গণে উত্তেজনা ও বিক্ষোভ সৃষ্টি হয়। এ সময় সাইফুল ইসলাম নামের এক আইনজীবীকে কুপিয়ে হত্যা করে চিন্ময়ের অনুসারীরা। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশে ইসকনের গরুর খামারে আক্রমণের দৃশ্য দাবি করা একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ে বলে রিউমর স্ক্যানারের প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশে ইসকনের গরুর খামারে আক্রমণের দৃশ্য দাবি করা একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ে বলে রিউমর স্ক্যানারের প্রতিবেদনে উল্লেখ করা হয়।
রিউমর স্ক্যানারের অনুসন্ধানে ‘ভিনয় কাপুর’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে গত ১৪ নভেম্বর প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। এই ভিডিওর সঙ্গে আলোচিত ভিডিওর মিল রয়েছে।
রিউমর স্ক্যানারের প্রতিবেদনে বলা হয়, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পোস্টটির ক্যাপশন ভাষান্তর করে জানা যায়, জলন্ধর জমশেদ ডেইরিতে কিছু লোক গরুটিকে বাজেভাবে হত্যা করে। পরে পুলিশের কাছে অভিযোগ জানানো হয়, যাতে এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।
ফ্যাক্টচেকের ভিত্তিতে রিউমর স্ক্যানারের প্রতিবেদনে বলা হয়, ভারতের পাঞ্জাবে গরুর ওপর যুবকদের হামলার দৃশ্যকে বাংলাদেশে ইসকনের গরুর খামারে হামলার দাবিতে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা।
২৩ জুলাই, ২০২৫
নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়ায় জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত ফর্মুলায় দ্বিমত দেখা দিয়েছে। বিএনপি ও জামায়াতে ইসলামীর ভিন্নমত ও ভোট প্রক্রিয়ায় অনাগ্রহের কারণে গঠনতন্ত্র সংক্রান্ত আলোচনায় অচলাবস্থা সৃষ্টি হয়েছে।মঙ্গলবার (২২ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত সংলাপে দলগুলো তাদের অবস্থান তুলে ধরে। এতে দেখা যায়, বিএনপি ও জ...
২২ জুলাই, ২০২৫
২২ জুলাই, ২০২৫
২১ জুলাই, ২০২৫
২১ জুলাই, ২০২৫
২১ জুলাই, ২০২৫
২৩ জুলাই, ২০২৫
নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়ায় জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত ফর্মুলায় দ্বিমত দেখা দিয়েছে। বিএনপি ও জামায়াতে ইসলামীর ভিন্নমত ও ভোট প্রক্রিয়ায় অনাগ্রহের কারণে গঠনতন্ত্র সংক্রান্ত আলোচনায় অচলাবস্থা সৃষ্টি হয়েছে।মঙ্গলবার (২২ জুলাই) রাজ...