আওয়ামী লীগের লিফলেট বিতরণ করতে দেখামাত্রই গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এসময় আওয়ামী লীগের নামে যারা লিফলেট বিতরণ করবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
সোমবার (৩ ফেব্রুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
সম্প্রতি অজ্ঞাত স্থান থেকে ফেসবুক পেজে কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ। সেই মোতাবেক গত শনিবার (১ ফেব্রুয়ারি) থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে দলটির পক্ষে লিফলেট বিতরণের খবর পাওয়া গেছে।
এ প্রসঙ্গে শফিকুল আলম বলেন, আপনারা দেখেছেন, পতিত স্বৈরাচারের দোসররা অনেক কিছু করতে চাচ্ছেন। তারা লিফলেট বিতরণ করছেন। একটা বিষয় মনে রাখবেন, যারা এ ধরনের লিফলেট বিতরণ করবেন তাদের জন্য আমাদের মেসেজ হলো- তাদের গ্রেপ্তার করা হবে। কারণ লিফলেটে সেসব কথা আছে সেগুলো ল অ্যান্ড অর্ডারকে ক্ষতিগ্রস্ত করে। ফলে লিফলেট বিতরণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এরই মধ্যে লিফলেট বিতরণ করার দায়ে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, এছাড়া তারা (আওয়ামী লীগ) অনলাইনে এ সরকারকে নিয়ে কীভাবে মিস ইনফরমেশন দিচ্ছে…। পতিত স্বৈরাচারকে নিয়ে বলছেন, তিনি নাকি এখনো প্রধানমন্ত্রী। তো পুরো বিষয়টা আমরা মনিটর করছি। ফলে যারা এ ধরনের লিফলেট বিতরণ করবেন বা এ ধরনের কর্মসূচিতে যাবেন, তাদের গ্রেপ্তার করা হবে।
২১ জুলাই, ২০২৫
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিশু ও পাইলটসহ এ পর্যন্ত ২০ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭১ জন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) হতাহতের এ সংখ্যা জানিয়েছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পর হতাহ...
২১ জুলাই, ২০২৫
২১ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
২১ জুলাই, ২০২৫
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিশু ও পাইলটসহ এ পর্যন্ত ২০ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭১ জন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) ...