আজ থেকে ‘জয় বাংলা’ আর জাতীয় স্লোগান নয়। মঙ্গলবার (১০ ডিসেম্বর) হাইকোর্টের রায় স্থগিত করে এ আদেশ দেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ।
এর আগে সোমবার জাতীয় স্লোগান হিসেবে জয় বাংলা স্থগিত চেয়ে করা আবেদনের শুনানি হবার কথা ছিল। ওইদিন সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চে শুনানি হওয়ার কথা থাকলেও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক শুনানির জন্য দাঁড়ালে শুরুতেই আপিল বিভাগ বলেন, এটি পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হওয়ার দরকার। সে কারণে এটি যখন ফুল কোর্ট বসবে তখনই শোনা হবে।
‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। গত ২ ডিসেম্বর এ তথ্য জানান অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক।
জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা চেয়ে করা এক রিটের চূড়ান্ত শুনানি শেষে ২০২০ সালের ১০ মার্চ হাইকোর্ট ওই রায় দেন। রায়ে জয় বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান হবে এবং জাতীয় দিবস, সরকারি অনুষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে স্লোগানটি উচ্চারণের জন্য পদক্ষেপ নিতেও বলা হয়। ২০১৭ সালে ওই রিট করেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।
২৩ জুলাই, ২০২৫
নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়ায় জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত ফর্মুলায় দ্বিমত দেখা দিয়েছে। বিএনপি ও জামায়াতে ইসলামীর ভিন্নমত ও ভোট প্রক্রিয়ায় অনাগ্রহের কারণে গঠনতন্ত্র সংক্রান্ত আলোচনায় অচলাবস্থা সৃষ্টি হয়েছে।মঙ্গলবার (২২ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত সংলাপে দলগুলো তাদের অবস্থান তুলে ধরে। এতে দেখা যায়, বিএনপি ও জ...
২২ জুলাই, ২০২৫
২২ জুলাই, ২০২৫
২১ জুলাই, ২০২৫
২১ জুলাই, ২০২৫
২১ জুলাই, ২০২৫
২৩ জুলাই, ২০২৫
নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়ায় জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত ফর্মুলায় দ্বিমত দেখা দিয়েছে। বিএনপি ও জামায়াতে ইসলামীর ভিন্নমত ও ভোট প্রক্রিয়ায় অনাগ্রহের কারণে গঠনতন্ত্র সংক্রান্ত আলোচনায় অচলাবস্থা সৃষ্টি হয়েছে।মঙ্গলবার (২২ জুলাই) রাজ...