ভুয়া প্রেস বিজ্ঞপ্তি নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান রুহুল কবির রিজভীর
নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ৪ নভেম্বর, ২০২৫

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রুহুল কবির রিজভীর স্বাক্ষর জাল করে প্রচারিত একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি নিয়ে দলের নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজেও একই তথ্য প্রকাশিত হয়েছে।
রিজভী জানান, দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের অবগতির জন্য বলা যাচ্ছে যে, একটি স্বার্থান্বেষী কুচক্রী মহল তাঁর স্বাক্ষর জাল করে ফেসবুকে একটি প্রেস বিজ্ঞপ্তি পোস্ট করেছে। তিনি বলেন, ওই পোস্টকৃত বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।
বিএনপি’র দফতর থেকে তাঁর স্বাক্ষরে ওই বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়নি বলেও নিশ্চিত করেন রিজভী। তিনি জানান, ফেসবুকে প্রচারিত প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ ভুয়া এবং বানোয়াট।
এ বিষয়ে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছেন বিএনপি’র এই সিনিয়র যুগ্ম মহাসচিব।
সিটিজিপোস্ট/এমএইচডি




