সম্ভাব্য প্রার্থী তালিকায় বাদ পড়া সিটি মেয়রদের সিটি করপোরেশন নির্বাচনেই মনোনিবেশের উদ্যােগ বিএনপির
সংগঠনের ভেতরে নতুন কৌশলগত অবস্থানে গিয়েছে বিএনপি
নিজস্ব প্রতিবেদক | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ৪ নভেম্বর, ২০২৫

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনের ভেতরে নতুন কৌশলগত অবস্থান গিয়েছে বিএনপি।
দলীয় সূত্রে জানা যায়, দলটির শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে, কিছু সম্ভাব্য প্রার্থীকে সংসদীয় নির্বাচনে মনোনয়ন না দিয়ে তাদেরকে আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে আরও সক্রিয় হতে মেয়র নির্বাচনে উদ্ভুদ্ধ করা হবে। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে দলকে দৃঢ় ও শক্তিশালী করতে চায় বিএনপি।
চট্টগ্রাম, ঢাকা উত্তর ও দক্ষিণ, সিলেটসহ কয়েকটি বড় শহরকে কেন্দ্র করে সাংগঠনিক পুনর্বিন্যাস ও জনভিত্তি শক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব শহরে সম্ভাব্য প্রার্থীদের নাম অনানুষ্ঠানিক আলোচনায় উঠে এলেও এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
নেতৃত্বের পরিসরে বিএনপির শীর্ষ পর্যায়ের ধারণা, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে মাঠপর্যায়ে সক্রিয়, পরিচ্ছন্ন ভাবমূর্তির এবং জনগণের কাছে গ্রহণযোগ্য নেতাদের সামনে আনা হলে ভবিষ্যতে জাতীয় রাজনীতিতেও তার ইতিবাচক প্রভাব পড়বে।
সম্ভাব্য মুখ যাদের নিয়ে দলে আলোচনা:
ঢাকা উত্তর সিটি করপোরেশন: তাবিথ আউয়াল
দুই দফা সিটি নির্বাচনে অংশ নেওয়া এই তরুণ নেতা মাঠের রাজনীতি ও সাংগঠনিক কাজে সক্রিয় ভূমিকা রাখছেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন : আফরোজা আব্বাস
নারী নেতৃত্বের প্রতিনিধিত্বকারী আফরোজা আব্বাস দক্ষিণ সিটির রাজনৈতিক কার্যক্রমে ইতোমধ্যে সক্রিয় অবস্থান ধরে রেখেছেন।
চট্টগ্রাম সিটি করপোরেশন: ডা. শাহাদাত হোসেন
দীর্ঘদিনের মাঠভিত্তিক রাজনীতির অভিজ্ঞতা ও সংগঠনের প্রতি নিবেদন তাকে আলোচনার কেন্দ্রে রেখেছে।
সিলেট সিটি করপোরেশন : আরিফুল হক চৌধুরী
দুইবার সিটি মেয়রের দায়িত্ব পালন করা এই নেতা এখনও সিলেট রাজনীতিতে প্রভাবশালী অবস্থান ধরে রেখেছেন।
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, সিটি নির্বাচনে শক্ত প্রার্থিতা নিশ্চিত হলে স্থানীয় পর্যায়ে বিএনপির সাংগঠনিক অবস্থান পুনরুজ্জীবিত হবে। সেইসঙ্গে তৃণমূলের আস্থা ও সমর্থন পুনর্গঠনের সুযোগ তৈরি হবে বলে মনে করছেন শীর্ষ নেতারা।
রাজশাহী, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, রংপুর, নারায়ণগঞ্জ, গাজীপুর ও কুমিল্লার সম্ভাব্য প্রার্থীদের ক্ষেত্রে এখনও যাচাই-বাছাই চলছে। দলীয় পর্যায়ে মতামত, গণস্বীকৃতি ও মাঠের অবস্থান বিবেচনায় নিয়ে পরে নাম ঘোষণা করা হবে।




