পোস্টাল ভোটে সুযোগ পাবেন প্রবাসী ও সরকারি চাকরিজীবীরা, বাদ পড়লেন সাংবাদিকরা

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ৪ নভেম্বর, ২০২৫

পোস্টাল ভোটে সুযোগ পাবেন প্রবাসী ও সরকারি চাকরিজীবীরা, বাদ পড়লেন সাংবাদিকরা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণপ্রতিনিধিত্ব আদেশ (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ জারি করেছে সরকার। এতে প্রবাসী, সরকারি চাকরিজীবী ও দেশের অভ্যন্তরে আটক ভোটারদের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের বিধান যুক্ত হয়েছে। তবে ভোটের দিন দায়িত্বে থাকা সাংবাদিকদের ভোটাধিকার প্রয়োগের বিষয়টি এতে অন্তর্ভুক্ত করা হয়নি।

সোমবার (৩ নভেম্বর) আইন মন্ত্রণালয় এ অধ্যাদেশ গেজেট আকারে প্রকাশ করে। এর মধ্য দিয়ে আইটি-সাপোর্টেড পোস্টাল ভোটিং পদ্ধতি চালুর পথে আর কোনো আইনি বাধা রইল না।

অধ্যাদেশে উল্লেখ করা হয়েছে—বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি, সরকারি চাকরিজীবী এবং দেশের ভেতরে আটক অবস্থায় থাকা ভোটাররা ডাকযোগে (পোস্টাল ব্যালটের মাধ্যমে) ভোট দিতে পারবেন। তবে ভোটের সময় বিভিন্ন কেন্দ্রে দায়িত্ব পালন করা গণমাধ্যমকর্মীদের এই সুবিধার আওতায় আনা হয়নি, যা নিয়ে ইতোমধ্যেই সাংবাদিকদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।

সংশোধিত অধ্যাদেশের অনুচ্ছেদ ২৯ পরিমার্জন করে ভোটকেন্দ্রে প্রবেশের তালিকায় সাংবাদিকদের নাম যুক্ত করা হয়েছে। ফলে এবার সাংবাদিকরা আনুষ্ঠানিকভাবে ভোটকেন্দ্রে প্রবেশ করে সংবাদ সংগ্রহের সুযোগ পাবেন।

অধ্যাদেশের অনুচ্ছেদ ৩৬-এ ভোট গণনার সময় গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার বিধান সংযোজন করা হয়েছে। এটি স্বচ্ছতা ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করবে বলে মনে করছে নির্বাচন বিশ্লেষকরা।

অধ্যাদেশের অনুচ্ছেদ ৩৮ অনুযায়ী, কোনো আসনে সমসংখ্যক ভোট পেলে লটারি নয়, অনুষ্ঠিত হবে পুনঃভোট। আগে সমান ভোট পাওয়া প্রার্থীদের মধ্যে লটারির মাধ্যমে একজনকে বিজয়ী ঘোষণা করার বিধান ছিল।

অধ্যাদেশের অনুচ্ছেদ ৩৭-এ বলা হয়েছে, অনুচ্ছেদ ৩৭-এ ভোটের দিন প্রেসাইডিং অফিসারের বাতিল করা সব ভোটকেন্দ্রের ভোট পরীক্ষা করা সম্ভব নয়, বিধায় বাধ্যবাধকতার পরিবর্তে ‘তিনি প্রয়োজন মনে করলে গণনা করতে পারবেন’ বিধানটি যুক্ত করা হয়েছে।

সিটিজিপোস্ট/জাউ

ক্যাটাগরি:
রাজনীতি