জুলাই জাতীয় সনদের ভিত্তিতে এবং পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে চট্টগ্রামের পটিয়ায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াত।
আজ (শুক্রবার) বিকেল ৪:৩০টায় পটিয়া সদরের ইন্দ্রপুল এলাকা থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী পটিয়া উপজেলার উদ্যোগে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি পটিয়া সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাস স্ট্যান্ড এলাকায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
পটিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারী আনোয়ার হোসেনের সঞ্চালনায় ও উপজেলা আমীর জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী।
সমাবেশে বক্তারা বলেন, জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে এবং সংসদের উভয় কক্ষে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি চালু করতে হবে। একইসঙ্গে ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমানভাবে করতে হবে।
সমাবেশে স্বৈরাচারের দোসর হিসেবে পরিচিত জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ দাবিও জানান বক্তারা।
এছাড়াও সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী মনোনীত চট্টগ্রাম-১২ (পটিয়া) প্রার্থী ডা:ফরিদুল আলম, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা ইসমাইল হক্কানি, জেলা জামায়াতের নেতা আরিফ জামি, একর্ড হোল্ডিং প্রোপার্টিজের চেয়ারম্যান শাহজাহান মহিউদ্দিন, মাস্টার নাছেরুল আলম শেখ, উপজেলার আমির জসিম উদ্দিন, কালারপুল সাংগঠনিক থানার আমির এস এম নাছির উদ্দীন, পটিয়া পৌরসভার আমির মাস্টার সেলিম উদ্দীন, জামায়াত নেতা, মুহাম্মদ ইব্রাহিম এবং রাশেদুল ইসলাম প্রমুখ।
সিটিজিপোস্ট/জাউ