চট্টগ্রামের পটিয়ায় ফেরিওয়ালার ছদ্মবেশে এক ব্যবসায়ীর কাছ থেকে সৌদি রিয়াল দেখিয়ে ৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আন্তঃজেলা প্রতারকচক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পটিয়া থানা পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ হান্নান জানান, মামলার সূত্র ধরে সোমবার ( ২৯ সেপ্টেম্বর) রাতে প্রথমে লিয়াকত আলী খানকে পটিয়া পৌর সদরের পাইকপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী অপর দুই সহযোগীকেও গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—গোপালগঞ্জ জেলার পুকুরিয়া গ্রামের মৃত সুন্দর আলী খানের পুত্র লিয়াকত আলী খান (৫৫), ফরিদপুর জেলার ছোট খারদিয়া গ্রামের মো. কাউছার বেগের পুত্র মো. সোহেল বেগ (৩৩) এবং একই জেলার রায়পাড়া সদরদি এলাকার মোহাম্মদ খানের পুত্র মো. জাহিদ খান ওরফে শহীদ (৪৫)। তাদের কাছ থেকে সৌদি ১০০ রিয়ালের ২০টি নোট, ৮টি মোবাইল ফোন ও নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, পটিয়া পৌর সদরের ব্যবসায়ী মো. আলকাছ মিয়াকে প্রথমে টার্গেট করে প্রতারকচক্র। ফেরিওয়ালার ছদ্মবেশে তার সঙ্গে সখ্যতা গড়ে সৌদি রিয়াল বিক্রির প্রলোভন দেখিয়ে ৫ লাখ টাকা হাতিয়ে নেয় তারা। এ ঘটনায় ভুক্তভোগী পটিয়া থানায় মামলা দায়ের করেন।
তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে প্রতারকচক্রটি পটিয়াসহ বিভিন্ন এলাকায় একই কৌশলে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ রয়েছে। ইতোমধ্যে তিনজনকে গ্রেফতার করে মঙ্গলবার সকালে পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
সিটিজিপোস্ট/জাউ
২ অক্টোবর, ২০২৫
আনোয়ারায় বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সমাবেশে বক্তারা বলেছেন, "জুলাই বিপ্লবের স্বপ্ন থেকে সরকার দূরে সরে গেছে। সরকার দুই তিনটি দল নিয়ে ক্ষমতা ভাগাভাগির মোহে ডুবে আছে। ক্ষমতার ভাগাভাগির এই রাজনীতি জনগন মেনে নেবে না। ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সুন্নিয়তের শাসন জরুরি। কুরআন-সুন্নাহর শাসন প্রতিষ্ঠার মাধ্যমে প্রকৃত শান্তি ও অর্থনৈতিক মুক্তি সম্ভব হবে।...
২ অক্টোবর, ২০২৫
২ অক্টোবর, ২০২৫
২ অক্টোবর, ২০২৫
১ অক্টোবর, ২০২৫
২ অক্টোবর, ২০২৫
আনোয়ারায় বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সমাবেশে বক্তারা বলেছেন, "জুলাই বিপ্লবের স্বপ্ন থেকে সরকার দূরে সরে গেছে। সরকার দুই তিনটি দল নিয়ে ক্ষমতা ভাগাভাগির মোহে ডুবে আছে। ক্ষমতার ভাগাভাগির এই রাজনীতি জনগন মেনে নেবে না। ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সুন্ন...