চট্টগ্রামের সিআরবিতে রেলওয়ের একটি টেন্ডারকে কেন্দ্র করে ঠিকাদারদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (৫ অক্টোবর) বিকেল আনুমানিক ৪টার দিকে রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দপ্তর এলাকায় এ সংঘর্ষ হয়। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে।
রেলওয়ে সূত্রে জানা যায়, দোহাজারি কাঁচা বাজারের ইজারাকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, টেন্ডার জমা দেওয়ার শেষ দিনে সিআরবিতে দলবল নিয়ে হাজির হয় একাধিক ঠিকাদার গ্রুপ। এ সময় তাদের মধ্যে মুখোমুখি অবস্থানে সিআরবি এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
তারা আরও জানান, আমজাদ ও সোনা মানিক গ্রুপের সদস্যরা দোহাজারি কাঁচা বাজারের ইজারার টেন্ডার সিডিউল ফেলতে গেলে হেলাল ওরফে পিচ্চি হেলাল গ্রুপের সদস্যরা বাধা দেয়। এর পরপরই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
এর আগে সকালেও সিআরবিতে একাধিক গ্রুপ দলবল নিয়ে উপস্থিত হয় এবং আধিপত্য বিস্তারের চেষ্টা চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চীফ ইন্সপেক্টর জাহাঙ্গীর সিটিজি পোস্টকে বলেন, “ছোট্ট একটি সংঘর্ষের ঘটনা ঘটেছিল, তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।”
সংঘর্ষের বিষয়ে ঠিকাদার ও কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল হাসান সোনা মানিক বলেন, “ঘটনাটি নিছক ভুল বোঝাবুঝি, এর বাইরে কিছু নয়।”
সিটিজি পোস্ট/এইচএস
৫ অক্টোবর, ২০২৫
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে জনগণের অংশগ্রহণ ও সম্মতির জন্য গণভোট আয়োজনের বিষয়ে দেশের সব রাজনৈতিক দল ঐকমত্যে পৌঁছেছে। তবে গণভোটটি কবে এবং কোন প্রক্রিয়ায় অনুষ্ঠিত হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।রবিবার ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর চতুর্থ দিনের বৈঠকে এই ঐকমত্য গড়ে ওঠে। আলোচনার পর কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী...
৫ অক্টোবর, ২০২৫
৫ অক্টোবর, ২০২৫
৫ অক্টোবর, ২০২৫
৫ অক্টোবর, ২০২৫
৫ অক্টোবর, ২০২৫
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে জনগণের অংশগ্রহণ ও সম্মতির জন্য গণভোট আয়োজনের বিষয়ে দেশের সব রাজনৈতিক দল ঐকমত্যে পৌঁছেছে। তবে গণভোটটি কবে এবং কোন প্রক্রিয়ায় অনুষ্ঠিত হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।রবিবার ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের ...