নির্বাচনের আগে গণভোটের সুপারিশ ঐকমত্য কমিশনের
ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রস্তাব উপস্থাপন
নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ২৮ অক্টোবর, ২০২৫

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট আয়োজনের সুপারিশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। পাশাপাশি নির্বাচিত সংসদের মাধ্যমে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের প্রস্তাবও দিয়েছে তারা।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। এ সময় কমিশনের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
এর আগে দুপুর ১২টার দিকে ‘জুলাই জাতীয় সনদের বাস্তবায়নের উপায়’ সংক্রান্ত সুপারিশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের হাতে তুলে দেন কমিশনের সদস্যরা।
সংবাদ সম্মেলনে অধ্যাপক আলী রীয়াজ বলেন, “গণভোটের বিষয়ে সব রাজনৈতিক দলের মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছিল এবং এখনো তা বহাল আছে। এই প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে গণভোট আয়োজনকে সবাই অত্যাবশ্যক বলে মনে করেছেন।”
তিনি আরও বলেন, “সেই বিবেচনাতেই জাতীয় ঐকমত্য কমিশন গণভোট অনুষ্ঠানের প্রস্তাব দিয়েছে। গণভোটের তারিখ নির্ধারণে ভিন্নমত থাকায় আমরা সরকারকে পরামর্শ দিয়েছি যেন সংসদ নির্বাচনের আগে এটি আয়োজন করা হয়।”
অধ্যাপক রীয়াজ জানান, ‘‘কমিশন সরকারকে লিখিতভাবে সুপারিশ করেছে যেন অবিলম্বে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে গণভোট ও সংসদ নির্বাচনের যৌক্তিক তফসিল তৈরি করা হয়।’’

.jpg&w=3840&q=75)


.png&w=3840&q=75)