চার থেকে পাঁচ ঘণ্টার মধ্যে প্রায় ৮০০ জামিন, ব্যাখ্যা চেয়ে প্রধান বিচারপতির নোটিশ

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ২৮ অক্টোবর, ২০২৫

 চার থেকে পাঁচ ঘণ্টার মধ্যে প্রায় ৮০০ জামিন, ব্যাখ্যা চেয়ে প্রধান বিচারপতির নোটিশ

সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটির সময় অধিক সংখ্যক জামিন দেওয়ার ঘটনায় হাইকোর্ট বিভাগের তিন বিচারপতির কাছে ব্যাখ্যা চেয়ে নোটিশ দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা (স্পেশাল অফিসার) মোয়াজ্জেম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

যে তিন বিচারপতির কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে তারা হলেন—বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান, বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি এস এম জাকির হোসেন।

সুপ্রিম কোর্ট সূত্র জানায়, সম্প্রতি অবকাশকালীন এক হাইকোর্ট বেঞ্চ মাত্র চার থেকে পাঁচ ঘণ্টার মধ্যে প্রায় ৮০০ মামলায় জামিন দেন। এ ঘটনায় গত ২৩ অক্টোবর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ উদ্বেগ প্রকাশ করে।

পরদিন (২৪ অক্টোবর) সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা ও প্রেষণে থাকা অতিরিক্ত জেলা জজ মো. মোয়াজ্জেম হোসেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওই তিন বিচারপতির কাছে প্রধান বিচারপতির পক্ষ থেকে ব্যাখ্যা চেয়ে নোটিশ পাঠান। নোটিশে সংশ্লিষ্ট জামিন আবেদনে আসামিপক্ষের আইনজীবীদের তালিকাও জমা দিতে বলা হয়।

এ ঘটনার পর হাইকোর্টের বেঞ্চে পরিবর্তন আনা হয়েছে। আগে যে তিন বিচারপতি যৌথ বেঞ্চে বসে জামিনের আদেশ দিতেন, বর্তমানে তারা একক বেঞ্চে বিচারিক কার্যক্রম পরিচালনা করছেন।

সুপ্রিম কোর্ট সূত্রে আরও জানা গেছে, নোটিশের জবাব দেওয়ার তিন দিনের নির্ধারিত সময়সীমা সোমবার শেষ হয়েছে। তবে এক বিচারপতি জবাব দাখিলের জন্য অতিরিক্ত ১২ দিন সময় চেয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল দপ্তরে চিঠি জমা দিয়েছেন।

সিটিজিপোস্ট/জাউ

ক্যাটাগরি:
জাতীয়