সেন্টমার্টিনের কাছাকাছি বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণ খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্য পাচারের সময় ১১ জনকে আটক করেছে কোস্টগার্ড।
রবিবার (১৪ সেপ্টেম্বর) রাতে ছেঁড়া দ্বীপ থেকে প্রায় ১০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে এফবি আহমদ উল্লাহ মাইজভান্ডারী-১ নামের বোটটি ধাওয়া করে আটক করা হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, বোট তল্লাশি করে ১৫ হাজার কেজি আলু, ৭৫০ কেজি রসুন, ২ হাজার ৫০০ কেজি ময়দা, ২ হাজার ৫০০ কেজি মসুর ডাল, ১৪ হাজার ৪০০ বোতল কোমল পানীয় টাইগার,স্পিড, ৬০০ পিস গ্যাস লাইটার, ৮০০ পিস শেভিং ব্লেড, তিনটি মোবাইল ফোন, একটি বাইনোকুলার, একটি কম্পাস ও ৪০০ ফুট কারেন্ট জাল উদ্ধার করা হয়।
আরাকান আর্মি বর্তমানে মিয়ানমারের বাংলাদেশ সীমান্তের পুরো অংশ নিয়ন্ত্রণ করছে। আগে তারা বাংলাদেশ থেকে খাদ্য, ওষুধ ও পোশাক পাচার করে নিত এবং বিনিময়ে মাদক প্রবেশ করাত। সাম্প্রতিক সময়ে সীমান্তে বিজিবি, নৌবাহিনী ও কোস্টগার্ডের কঠোর নজরদারিতে বেগ পেতে হচ্ছে তাদের।
নতুন কৌশল হিসেবে নাফ নদী ও সমুদ্র উপকূলে বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে মুক্তিপণ আদায় করছে তারা। বিজিবির তথ্যমতে, গত ডিসেম্বর থেকে এ পর্যন্ত ২২৮ জন জেলে আরাকান আর্মির হাতে আটক হয়েছেন। এর মধ্যে ১২৪ জনকে ফেরত আনা সম্ভব হলেও এখনো ১২টি ট্রলারসহ ১০৪ জন জেলে তাদের হাতে বন্দি রয়েছেন।