কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একযোগে নতুন ২০ জন সিনিয়র স্টাফ নার্স যোগদান করেছেন। এর ফলে দীর্ঘদিনের জনবল সংকটে ভোগা স্বাস্থ্যসেবায় গতি আসবে বলে আশাবাদ প্রকাশ করেছেন স্থানীয়রা।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সরকার ঘোষিত স্বাস্থ্য খাতের উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে এসব নার্সকে এখানে পদায়ন করা হয়েছে। নতুন নার্সদের যোগদানের মধ্য দিয়ে বিশেষ করে মাতৃসেবা, জরুরি বিভাগ ও ইনডোর রোগীসেবায় উল্লেখযোগ্য অগ্রগতি হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, “নতুন নার্সরা যোগ দেওয়ায় স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি পাবে। কুতুবদিয়ার মানুষ এখন আগের চেয়ে উন্নত চিকিৎসা পাবেন।”