রাজনীতি নিষিদ্ধ চমেক ক্যাম্পাসে ছাত্রদলের কমিটি ঘোষণা, নেতৃত্বে হাবিব-শিশির

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ২৮ সেপ্টেম্বর, ২০২৫

রাজনীতি নিষিদ্ধ চমেক ক্যাম্পাসে ছাত্রদলের কমিটি ঘোষণা, নেতৃত্বে হাবিব-শিশির

চট্টগ্রাম মেডিকেল কলেজে ছাত্র-শিক্ষক ও কর্মকর্তাদের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল গত বছর। সেই সিদ্ধান্ত অমান্য করে আনুষ্ঠানিকভাবে কমিটি দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।

বুধবার (২৪ সেপ্টেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখার ১৩ সদস্যের কমিটি প্রকাশ করা হয়।

কমিটির সভাপতি হয়েছেন হাসিবুল হাবিব এবং সাধারণ সম্পাদক হয়েছেন শাফায়েত হোসেন শিশির। অন্য পদে রয়েছেন সিনিয়র সহ সভাপতি ইরফানুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ইমন, যুগ্ম সাধারণ সম্পাদক তানজুম জাহান আরশি ও ফারহান মুহিব, সাংগঠনিক সম্পাদক মুশফিকুর রহমান।

এছাড়া সহ-সভাপতি পদে মনোনীত হয়েছেন ছয়জন- তানভীর আহমেদ, ফিরোজ আহমেদ, নাফিজ ইমতিয়াজ নিশান, ইসমাইল হোসেন, তাহের আহমেদ সিদ্দিকী ও সামেদ বিন জসিম। আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে কেন্দ্র।

রাজনীতি নিষিদ্ধ ঘোষণা হয় এক বছর আগে

২০২৪ সালের ১০ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ছাত্র-শিক্ষক ও কর্মকর্তাদের রাজনীতি নিষিদ্ধ করা হয়।

ওই প্রজ্ঞাপনে বলা হয়েছিল, ২০২১ সালের ৩ মার্চ একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী ক্যাম্পাসে সুষ্ঠ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে সকল সভা-সমাবেশ, মিছিল, স্লোগান সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। একইসাথে জানানো হয়, রাজনৈতিক বা অন্যান্য সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ত হলে কলেজের বিধান অনুযায়ী শাস্তি দেওয়া হবে।

এরপর ২০২৪ সালের ১৮ নভেম্বর নতুন অধ্যক্ষ অধ্যাপক ডা. জসিম উদ্দিন আরেকটি প্রজ্ঞাপনে পুনরায় জানান, ‘‘২০২১ সালের ৩ মার্চ থেকে একাডেমিক কাউন্সিলের সর্বসম্মত সিদ্ধান্তে কলেজ ক্যাম্পাস, ছাত্রাবাস-ছাত্রীনিবাসসহ তৎসংলগ্ন এলাকায় সকল ধরনের সভা-সমাবেশ, মিছিল, শ্লোগান, রাজনৈতিক পোস্টার, ব্যানার, দেয়ালিকা ও চিকা নিষিদ্ধ রয়েছে। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সবাইকে এই সিদ্ধান্ত মানার আহ্বান জানানো হলো।’’

সিটিজিপোস্ট/এমএইচডি

ক্যাটাগরি:
চট্টগ্রামরাজনীতি