চবি হাল্ট প্রাইজের উদ্যোগে নারীদের নিয়ে ‘প্রজেক্ট অধরা’

সিটিজি পোস্ট প্রতিবেদক

চবি প্রতিনিধি | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ৫ নভেম্বর, ২০২৫

চবি হাল্ট প্রাইজের উদ্যোগে নারীদের নিয়ে ‘প্রজেক্ট অধরা’

হাল্ট প্রাইজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে নারীদের মাসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও কুসংস্কার দূরীকরণের লক্ষ্যে ‘প্রজেক্ট অধরা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) ফতেয়াবাদ শৈলবালা সিটি কর্পোরেশন হাই স্কুলে আয়োজিত এ কর্মশালায় শিক্ষার্থী, শিক্ষকসহ সংশ্লিষ্ট অতিথিবৃন্দ অংশ নেন। জাতিসংঘ ঘোষিত এসডিজি-৩ (সুস্বাস্থ্য ও মঙ্গল) এবং এসডিজি-৪ (গুণগত শিক্ষা)-এর সঙ্গে সামঞ্জস্য রেখে উদ্যোগটি নেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জুলফিকার আলী হায়দার। এছাড়া উপস্থিত ছিলেন হাল্ট প্রাইজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২০২৫-২৬ সনের ক্যাম্পাস ডিরেক্টর খালেদ মাহমুদ অনিক, চিফ অব স্টাফ কাজী মুহাইমিনুল ইসলাম মুনাজ, চিফ স্ট্র্যাটেজিস্ট কারিন সাফফানা এবং বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ। প্রকল্পটির নেতৃত্ব দেন তানজিফ হাসান, নিশাত তাহসিন চৌধুরী এবং কমিউনিটি এনগেজমেন্ট টিম।

কর্মশালায় অংশগ্রহণকারীদের মাসিক চক্র, শারীরিক পরিবর্তন, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং স্বাস্থ্যকর অভ্যাস সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়। আয়োজকরা জানান, মাসিক স্বাস্থ্যের বিষয়টি লজ্জা বা আড়াল করার কিছু নয়, বরং এটি স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া; এ বিষয়ে সচেতনতা ও আত্মবিশ্বাস তৈরি করা জরুরি।

শিক্ষার্থীদের সম্পৃক্ততা বাড়াতে কর্মশালার শেষে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং অংশগ্রহণকারীদের মাঝে উপহার প্যাকেট বিতরণ করা হয়। পাশাপাশি উপস্থিত ছাত্রী, শিক্ষক ও প্রধান শিক্ষিকার সাক্ষাৎকার গ্রহণ করা হয়, যাতে কর্মশালা-পরবর্তী তাদের অভিজ্ঞতা ও উপলব্ধি তুলে ধরা যায়।

অনুষ্ঠানে স্লোগান তুলে ধরা হয়:
‘আমাদের দেহ, আমাদের যত্ন - প্রতিটি চক্রই গুরুত্বপূর্ণ।’

আয়োজকরা আরও জানান, মাসিক স্বাস্থ্য সচেতনতা ছড়িয়ে দিতে ভবিষ্যতেও অনুরূপ কর্মসূচি পরিচালনা করা হবে।

সিটিজিপোস্ট/এমএইচডি

ক্যাটাগরি:
চট্টগ্রাম উত্তরক্যাম্পাস