ফটিকছড়িতে চেঙ্গরকুল ছড়া খালের পাড়ে অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা
ফটিকছড়ি প্রতিনিধি | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ৭ ডিসেম্বর, ২০২৫

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার চেঙ্গরকুল ছড়া খালের পাড়ে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
রোববার (৭ ডিসেম্বর) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নজরুল ইসলাম নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
অভিযানে গিয়ে মাটি কাটার প্রমাণ পাওয়া গেলে অভিযুক্ত লোকমান চৌধুরীকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০–এর ১৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযুক্ত ব্যক্তি বিষয়টি স্বীকার করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নজরুল ইসলাম বলেন, “খালের ক্ষতি করে মাটি কাটায় একজনকে জরিমানা করা হয়েছে। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”




