চবিতে শেষ হল সাত দিনব্যাপী নারী আত্মরক্ষা প্রশিক্ষণ

সিটিজি পোস্ট প্রতিবেদক

চবি প্রতিনিধি | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ৭ ডিসেম্বর, ২০২৫

চবিতে শেষ হল সাত দিনব্যাপী নারী আত্মরক্ষা প্রশিক্ষণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গ্রীন ভয়েসের নারী ও শিশু অধিকারভিত্তিক সংগঠন বহ্নিশিখা'র আয়োজনে অনুষ্ঠিত সাতদিনব্যাপী নারী আত্মরক্ষা প্রশিক্ষণের সমাপ্তি হয়েছে।

রবিবার (৭ ডিসেম্বর) এটি সফলভাবে সমাপ্ত হয়। এর আগে সাতদিনব্যাপী এই প্রশিক্ষণটি শুরু হয়েছিল গত ১ডিসেম্বর।

গ্রীন ভয়েসের অঙ্গসংগঠন বহ্নিশিখার উদ্যোগে প্রীতিলতা হল মাঠে অনুষ্ঠিত এ কর্মশালায় অংশ নেন মোট ৫৬ জন নারী শিক্ষার্থী।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, ‘‘আত্মরক্ষা শেখার পাশাপাশি মানসিক দৃঢ়তা, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সংকটমুখী পরিস্থিতি মোকাবিলায় এই কর্মশালা তাদের নতুনভাবে প্রস্তুত করেছে।’’

গ্রীন ভয়েসের প্রতিষ্ঠাতা আলমগীর কবির বলেন, “নারী নিজের নিরাপত্তা বলয় যেন নিজেই তৈরি করতে পারে, এই বিশ্বাস থেকেই আমরা সারা দেশে এ ধরনের উদ্যোগ চালিয়ে যাচ্ছি। নারীর আত্মরক্ষা ও আত্মবিশ্বাস বৃদ্ধিই আমাদের মূল উদ্দেশ্য।”

চবিতে প্রশিক্ষণ পরিচালনা করেন বহ্নিশিখার আহ্বায়ক মাহমুদা আক্তার, সদস্য সচিব সানজিদা প্রভা, সদস্য জীবন নাহার জিবুসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। সার্বিক সহযোগিতায় ছিলেন গ্রীন ভয়েস চবি শাখার সভাপতি অনিক সরকার এবং সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম।

চবি বহ্নিশিখা'র আহ্বায়ক মাহমুদা আক্তার বলেন, “একজন নারীর সবচেয়ে বড় শক্তি তার আত্মবিশ্বাস। আমরা চাই প্রতিটি মেয়েই যেন নিজের নিরাপত্তা নিজের হাতে নেওয়ার সক্ষমতা অর্জন করে।”

সদস্য সচিব সানজিদা প্রভা বলেন, “আত্মরক্ষা জানার অর্থ শুধু বিপদ থেকে রক্ষা নয়; বরং নিজের সিদ্ধান্তে দৃঢ় থাকা। এই প্রশিক্ষণ তাদের অন্তর্নিহিত সাহসকে আরও জাগ্রত করবে।”

অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, ‘‘এ ধরনের প্রশিক্ষণ তাদের ভবিষ্যতে অনুপ্রেরণা জোগাবে। তারা প্রতিবছর নিয়মিতভাবে এরকম কর্মসূচি আয়োজনের প্রত্যাশাও ব্যক্ত করেন।’’

ক্যাটাগরি:
চট্টগ্রাম উত্তরক্যাম্পাস