সড়ক অবরোধে সাজেক ভ্রমণে বিপাকে হাজারো পর্যটক
নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ২৭ সেপ্টেম্বর, ২০২৫

খাগড়াছড়িতে এক নারীকে নির্যাতনের ঘটনার প্রতিবাদে জুম্ম ছাত্র-জনতা সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে শুরু হওয়া এ অবরোধের কারণে জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
হঠাৎ এ অবরোধের ডাক দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বিশেষ করে খাগড়াছড়ি,চট্টগ্রাম, খাগড়াছড়ি,রাঙামাটি ও খাগড়াছড়ি,ঢাকা রুটে যাত্রীবাহী বাস চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। অভ্যন্তরীণ সড়কেও সব ধরনের যানবাহন থেমে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।
অবরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে খাগড়াছড়ি জেলা পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসনও তৎপর রয়েছে।
জুম্ম ছাত্র-জনতার নেতারা জানিয়েছেন, নারী নির্যাতনের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
.jpg&w=3840&q=75)



