কক্সবাজারে বাঁকখালী নদী দখলমুক্ত করার অভিযানের পঞ্চম দিনে উচ্ছেদ কার্যক্রম শুরু হলে স্থানীয় বাসিন্দারা প্রতিবাদে শহরের গুনগাছতলায় প্রধান সড়ক অবরোধ করেন।
অভিযোগকারীরা বলেন, আদালতের নির্দেশ অমান্য করে প্রশাসন উচ্ছেদ করছে। যুগ যুগ ধরে তারা নুনিয়াছড়ি ও আশপাশে বসবাস করছেন এবং তাদের কাছে জমির দলিল-খতিয়ান রয়েছে। উচ্ছেদ হলে তারা বাস্তুচ্যুত হয়ে পড়বেন জানিয়ে তারা পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবি তোলেন।
অবরোধে সকাল থেকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সাজোয়া যান ঘটনাস্থলে পৌঁছালেও কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি।
এসময় উপস্থিত হয়ে সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল আন্দোলনকারীদের শান্ত করেন। তিনি বলেন, মানুষের বসতি ও নদীর সীমানা সঠিকভাবে নির্ধারণ না করে মনগড়া উচ্ছেদ গ্রহণযোগ্য নয়। তিনি বিষয়টি উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করার আশ্বাস দেন এবং তৃতীয় পক্ষ যাতে পরিস্থিতির সুযোগ নিতে না পারে সেজন্য শান্তিপূর্ণভাবে অবরোধ প্রত্যাহারের আহ্বান জানান।
কাজলের আশ্বাসে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন।
সিটিজিপোস্ট/এমএইচডি