২০০ আসন জিতলেও জাতীয় সরকার গঠন করবে জামায়াত: ডা. শফিকুর রহমান

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ৮ ডিসেম্বর, ২০২৫

২০০ আসন জিতলেও জাতীয় সরকার গঠন করবে জামায়াত: ডা. শফিকুর রহমান

ক্ষমতায় গেলে, এমনকি ২০০ আসনে বিজয়ী হলেও—জাতীয় সরকারই গঠন করবে জামায়াতে ইসলামী। এমন ঘোষণা দিয়েছেন দলের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দেশের স্বার্থে, রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং দুর্নীতি নির্মূলে জাতীয় সরকার ছাড়া বিকল্প নেই।

সোমবার (৮ ডিসেম্বর) সকালে রাজধানীর গুলশানে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, 'আমরা কোনো দলকেই বাদ দেব না। আমরা দেশের স্বার্থ দারুণভাবে অনুভব করি যে, অন্তত আগামী পাঁচটা বছর দেশের স্থিতিশীলতা, অর্থনীতি ফিরিয়ে আনা, আইনের শাসন কায়েম করা এবং সমাজ থেকে দুর্নীতি নির্মূল করার জন্য আমাদের একটি জাতীয় সরকার প্রয়োজন। আমরা নির্বাচিত হলে সেই সরকারটাই গঠন করব।' '২০০ আসনেও আমরা বিজয়ী হয়ে যাই, তারপরেও আমরা এটি করব ইনশাআল্লাহ', আরও উল্লেখ করেন তিনি। 

জাতীয় সরকারে যারা অংশগ্রহণ করবেন, তাদের জন্য দুটি শর্তের কথা উল্লেখ করেন জামায়াত আমির। তিনি বলেন, 'নাম্বার ওয়ান—কেউ নিজে দুর্নীতি করবেন না এবং দুর্নীতিকে কোনোভাবে প্রশ্রয় দেবেন না। নাম্বার টু—সকলের জন্য সমান বিচার নিশ্চিত করতে হবে এবং এ ব্যাপারে রাজনৈতিকভাবে কোনো হস্তক্ষেপ করা যাবে না। মিনিমাম এই দুইটা জিনিসের ব্যাপারে যারা একমত হবেন, তাদের নিয়ে আমরা সরকার গঠন করতে আগ্রহী।'

বৈঠকে ইইউ প্রতিনিধিরা রোহিঙ্গা সংকট, মানুষের নিরাপত্তা, নির্বাচনী ইশতেহার ও নির্বাচন পরবর্তী ১০০ দিনের পরিকল্পনা জানতে চান। এ সময় জামায়াত আমির তাদের আশ্বস্ত করেন যে ক্ষমতায় গেলে তারা একটি “অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ” গড়ে তুলবেন।

ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের বিষয়ে তিনি বলেন, “মানুষ এখনও পর্যাপ্ত সচেতন নয়। একই দিনে দুই নির্বাচন হলে উভয়ই ক্ষতিগ্রস্ত হতে পারে, ভোটার উপস্থিতিও কমতে পারে। তাই দুটি নির্বাচন আলাদা হওয়া উচিত।”

নির্বাচন পেছানোর প্রসঙ্গে তিনি স্পষ্ট বলেন, “ইলেকশন পেছানোর কোনো সুযোগ নেই। ফেব্রুয়ারিতেই নির্বাচন হওয়া উচিত।”

সংখ্যানুপাতিক (PR) নির্বাচন ব্যবস্থার প্রতি সমর্থন ব্যক্ত করে তিনি বলেন, “পিআর আমাদের দীর্ঘদিনের দাবি—দলের জন্য নয়, জনগণের জন্য। আমরা জিতলেও পিআর বাস্তবায়নে আন্তরিক থাকব।”

রাজনীতিতে ধর্মের ব্যবহার নিয়ে প্রশ্নে জামায়াত আমির বলেন, “আমরা ধর্মকে ব্যবহার করি না। ধর্ম আমাদের চিন্তা ও নীতির অংশ। অন্যরা ইলেকশনের সময় টুপি-তসবিহ নিয়ে ঘোরেন—আমরা তা করি না। আমরা তসবিহ মুখে নয়, বুকে নিয়ে চলি।”

সিটিজিপোস্ট/জাউ

ক্যাটাগরি:
রাজনীতিজাতীয়