দূরপাল্লার ফ্লাইট ঝুঁকিপূর্ণ: খালেদা জিয়ার প্রাথমিক গন্তব্য হতে পারে আবুধাবি

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ৭ ডিসেম্বর, ২০২৫

দূরপাল্লার ফ্লাইট ঝুঁকিপূর্ণ: খালেদা জিয়ার প্রাথমিক গন্তব্য হতে পারে আবুধাবি

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার পরিকল্পনায় নতুন অগ্রগতি হয়েছে। তবে চিকিৎসকদের মতে, বর্তমান শারীরিক অবস্থায় দীর্ঘ দূরত্বের ফ্লাইট ঝুঁকিপূর্ণ। এজন্য প্রাথমিক গন্তব্য হিসেবে বিবেচনায় এসেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। বিএনপির উচ্চ পর্যায়ের সূত্র এবং খালেদা জিয়ার চিকিৎসা-সংক্রান্ত সূত্র এ তথ্য জানিয়েছে।

আরব আমিরাতের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক রাষ্ট্রমন্ত্রী রিম বিনতে ইব্রাহিম আল হাশিমি সম্প্রতি ঢাকা ও সংশ্লিষ্ট মহলে একটি প্রস্তাব পাঠান। তিনি জানান, মাত্র চার ঘণ্টার ফ্লাইটে বেগম খালেদা জিয়াকে আবুধাবিতে নেওয়া সম্ভব, যা তার বর্তমান শারীরিক অবস্থার জন্য তুলনামূলক নিরাপদ।

আবুধাবিতে ‘ক্লেভেল্যান্ড ক্লিনিক’ নামে বিশ্বখ্যাত সুপার স্পেশালাইজড হাসপাতাল রয়েছে। সেখানে খালেদা জিয়াকে বিশ্রামে রেখে প্রয়োজনে পরবর্তীতে যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রে নেওয়ার সুযোগ থাকবে।

এই মেডিক্যাল ইভাকুয়েশনের জন্য আরব আমিরাত সরকার তাদের বৃহদাকার বোয়িং ৭৪৭ বা সমমানের রাজকীয় বিমান পাঠাতে আগ্রহ প্রকাশ করেছে। এই ধরনের বিমানে ইন-ফ্লাইট আইসিইউ, লাইফ সাপোর্টসহ উন্নত চিকিৎসা সুবিধা রাখা যায়, যা গুরুতর রোগী পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

স্থানান্তরের চূড়ান্ত সিদ্ধান্ত সম্পূর্ণ নির্ভর করছে বেগম খালেদা জিয়ার শারীরিক উন্নতি এবং তাঁর চিকিৎসায় নিয়োজিত মেডিক্যাল বোর্ডের পরামর্শের ওপর।

চিকিৎসক দলের সদস্যরা জানিয়েছেন, গতকাল খালেদা জিয়ার জ্ঞান ফেরে এবং তিনি উপস্থিত চিকিৎসকদের সঙ্গে মৃদুভাবে কথা বলতে সক্ষম হন। চিকিৎসকরা এটিকে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন।

খালেদা জিয়ার চিকিৎসা বিষয়ে সরকার, পরিবার, আন্তর্জাতিক অংশীদার ও চিকিৎসক দলের মধ্যে সমন্বিত আলোচনা চলছে।

সিটিজিপোস্ট/জাউ

ক্যাটাগরি:
জাতীয়