বিচার বিভাগীয় কর্মকর্তাদের নিরাপত্তার দাবিতে চবিতে বিক্ষোভ মিছিল

সিটিজি পোস্ট প্রতিবেদক

চবি প্রতিনিধি | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ১৬ নভেম্বর, ২০২৫

বিচার বিভাগীয় কর্মকর্তাদের নিরাপত্তার দাবিতে চবিতে বিক্ষোভ মিছিল

বিচার বিভাগীয় কর্মকর্তাদের নিরাপত্তার দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ নভেম্বর) দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয়ের স্বরণ চত্বরে এ সমাবেশের আয়োজন করে আইন বিভাগের শিক্ষার্থীরা।

রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আবদুর রহমানের ভাড়া বাসায় ঢুকে তার ছেলে তাওসিফ রহমানকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তারা। সমাবেশে এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান শিক্ষার্থীরা।

এছাড়া বিচারকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার আহ্বানও জানানো হয় সমাবেশ থেকে।

প্রতিবাদ সমাবেশে আইন বিভাগের ২০২৩ - ২৪ সেশনের শিক্ষার্থী ইভান হাসান বলেন, "যারা আমাদের দেশের বিচারক তারায় যদি অনিরাপত্তায় ভোগে তাহলে আমাদের দেশের সাধারণ মানুষের অবস্থা কি হবে! বিচারকরা থাকেন সর্বোচ্চ নিরাপদ আশ্রয়ে কিন্তু আমরা দেখলাম সেই সব বেষ্টনী ভেদ করে বিচারকদের ওপর হামলা করা হয়েছে। এভাবে বিচারকরা যদি নিরাপত্তা ঝুঁকিতে থাকে তাহলে দেশে সুষ্ঠু বিচার ব্যবস্থা বলে কিছু থাকবে না। আমরা সরকারকে অনতিবিলম্বে বিচারক সহ সকল শ্রেনী পেশার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।"

২০২১-২২ সেশনের মশিউর রহমান বলেন, "আমরা জানি বিচারকদের নিরপেক্ষ থাকতে হয়। কিন্তু যদি এভাবে হস্তক্ষেপ করা হয় বা হুমকি দেওয়া হয় তাহলে নিরপেক্ষ বিচারক বা বিচার ব্যবস্থা বলে কিছু থাকবে না"

এসময় প্রতিবাদ সমাবেশে আইন বিভাগের সাবেক ডিন আব্দুল্লাহ আল ফারুক ও চাকসু এজিএস আইয়ুবুর রহমান তৌফিক সংহতি প্রকাশ করে বক্তব্য দেন।

উল্লেখ্য, গত ১৩ নভেম্বর রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আবদুর রহমানের ভাড়া বাসায় ঢুকে তার ছেলে তাওসিফ রহমানকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটে একই সাথে বিচারক আবদুর রহমানের স্ত্রী তাসমিন নাহারও গুরুতর আহত হন দুর্বৃত্তের হামলায়।

সিটিজিপোস্ট/জাউ

ক্যাটাগরি:
চট্টগ্রামক্যাম্পাস