রায় ঘোষণার আগে জয়ের সতর্কতা: ‘যা দরকার, আমরা তা করব’
নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ১৭ নভেম্বর, ২০২৫
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার আগে দলীয় নিষেধাজ্ঞা বহাল থাকলে আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ঠেকিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সজীব ওয়াজেদ জয়। তিনি বলেছেন, তার মায়ের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার রায় ‘রাজনৈতিকভাবে প্রভাবিত’ এবং নিষেধাজ্ঞা বজায় থাকলে দেশের পরিস্থিতি সহিংস হয়ে উঠতে পারে তিনি বলেন।
রবিবার (১৬ নভেম্বর) রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে জয় বলেন, “আমরা নির্বাচন হতে দেব না আওয়ামী লীগ ছাড়া। আমাদের প্রতিবাদ আরও জোরালো হবে—যা দরকার, আমরা তা করব। আন্তর্জাতিক সম্প্রদায় কিছু না করলে নির্বাচন আগে বাংলাদেশে সহিংসতা ঘটবে… মুখোমুখি সংঘর্ষ হবেই।”
তিনি আরও বলেন, “আমরা জানি রায় কী হবে। তারা তাকে দোষী সাব্যস্ত করবে, আর সম্ভবত মৃত্যুদণ্ড দেবে।” তার দাবি, শেখ হাসিনা বর্তমানে ভারতে ‘সম্পূর্ণ নিরাপদ’, যেখানে তাকে ‘রাষ্ট্রপ্রধানের মতো’ নিরাপত্তা দেওয়া হচ্ছে।
এদিকে আজ সোমবার (১৭ নভেম্বর) ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণা করা হবে। রায় টেলিভিশনে সরাসরি প্রচার করা হবে।
জয়ের বক্তব্যের প্রতিক্রিয়ায় অন্তর্বর্তীকালীন সরকারের মুখপাত্র বলেন, ট্রাইব্যুনাল “সম্পূর্ণ স্বচ্ছভাবে” বিচার পরিচালনা করছে এবং মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত—এমন অভিযোগ ভিত্তিহীন। মুখপাত্র জানান, আওয়ামী লীগের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো পরিকল্পনা সরকারের নেই।
তিনি বলেন, “আওয়ামী লীগ মানবতাবিরোধী অপরাধের দায় স্বীকার করতে অস্বীকৃতি জানাচ্ছে এবং জবাবদিহির প্রক্রিয়া মানতে চাইছে না।” মুখপাত্র আরও জানান, বর্তমান সরকারের প্রধান লক্ষ্য উত্তেজনা প্রশমন ও মানুষের জীবন-সম্পদ রক্ষা।
৭৮ বছর বয়সী শেখ হাসিনা গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে নির্বাসনে যান। গত বছরের ছাত্রনেতৃত্বাধীন আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের যে অভিযোগ ওঠে, তা তিনি বরাবরই অস্বীকার করে আসছেন।
সিটিজিপোস্ট/জাউ




