চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অবৈধ মদের কারখানা, আটক এক
নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ২ ডিসেম্বর, ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে অবৈধভাবে চোলাই মদ তৈরি ও বন্য প্রাণী শিকারের অভিযোগে সুমন চাকমা (৫০) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি।
সোমবার ( ২ ডিসেম্বর ) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে জীববিজ্ঞান অনুষদসংলগ্ন পাহাড়ি এলাকা থেকে তাঁকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে পুলিশ তাঁকে গ্রেপ্তার দেখায়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, সুমন চাকমা খাগড়াছড়ির বাসিন্দা এবং তিনি বিশ্ববিদ্যালয় থেকে কৃষিকাজের জন্য জমি ইজারা নিয়েছিলেন। তবে জমিতে চাষাবাদের আড়ালে তিনি চোলাই মদ তৈরির কারখানা চালাতেন এবং একই সঙ্গে পাহাড়ের বন্য প্রাণী শিকার করতেন। সম্প্রতি এলাকায় বহিরাগতদের চলাচল বেড়ে যাওয়ায় সন্দেহ হলে নজরদারি জোরদার করে প্রক্টরিয়াল বডি। পরে সুস্পষ্ট তথ্যের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১২টায় প্রক্টর অধ্যাপক হোসেন শহীদ সরওয়ার্দীর নেতৃত্বে অভিযান চালানো হয়। রাত সাড়ে তিনটায় অভিযান শেষ হয়।
প্রক্টরিয়াল বডি জানায়, সুমনের ঘরের পাশেই চোলাই মদ তৈরির স্থান ছিল। তাঁর বেড়ার ঘরের পেছনের লম্বা বারান্দাজুড়ে মদ তৈরির সরঞ্জাম পাওয়া যায়। তল্লাশিতে সদ্য প্রস্তুত প্রায় ৩০ লিটার চোলাই মদসহ বিভিন্ন উপকরণ জব্দ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ বলেন, সুমন চাকমাকে তাৎক্ষণিকভাবে থানায় সোপর্দ করা হয়েছে। জমির ইজারা বাতিল করা হবে এবং গাছ কাটাসহ অবৈধ কর্মকাণ্ডের কারণে তাঁর বিরুদ্ধে জরিমানার ব্যবস্থাও নেওয়া হবে।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বলেন, পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা করেছে। সুমন বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। আজ মঙ্গলবার তাঁকে আদালতে নেওয়া হবে।
সূত্র: প্রথম আলো
সিটিজিপোস্ট/জাউ




