চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার ওপর সশস্ত্র হামলা: গুলি করে হত্যার চেষ্টা, অল্পের জন্য রক্ষা
নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ৪ ডিসেম্বর, ২০২৫

চট্টগ্রামে আগ্রাবাদে মো. আসাদুজ্জামান খাঁন নামের এক রাজস্ব কর্মকর্তার ওপর সশস্ত্র হামলা চালানো হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরের দিকে বাণিজ্যিক এলাকা আগ্রাবাদে তাঁর গাড়িতে গুলি ছোড়া হয়। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কাস্টম হাউসের একাধিক কর্মকর্তা। আসাদুজ্জামান সেখানে এআইআর শাখায় কর্মরত রয়েছেন।
কাস্টমস হাউসের কয়েকজন কর্মকর্তা জানান, আসাদুজ্জামান একজন সৎ ও নীতিবান কর্মকর্তা হিসেবে পরিচিত। অনৈতিক সুবিধা গ্রহণে অস্বীকৃতি জানানোয় তাঁকে লক্ষ্য করে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। তাঁরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে কাস্টম হাউসের ভেতরে একটি চক্র রাজস্ব ফাঁকি ও অনৈতিক সুবিধা নেওয়ার উদ্দেশ্যে সৎ কর্মকর্তাদের ভয়ভীতি দেখিয়ে আসছে। এর ধারাবাহিকতায় আজকের এ হামলা হতে পারে।
জানা গেছে, হামলার পর আসাদুজ্জামান বর্তমানে থানায় অবস্থান করছেন এবং মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। সশস্ত্র ব্যক্তিরা তাঁর গাড়িতে গুলি চালিয়ে দ্রুত এলাকা ত্যাগ করে। ঘটনাটি তদন্তে পুলিশ কাজ শুরু করেছে।
কাস্টমস কর্মকর্তা-কর্মচারীরা ঘটনার নিন্দা জানিয়েছেন এবং সৎ কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন।
সিটিজিপোস্ট/জাউ




