বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, "দেশের বিদ্যমান রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামো জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় সম্পূর্ণভাবে ব্যর্থ। এই ব্যবস্থার মাধ্যমে জনগণের ন্যায্য দাবি পূরণ সম্ভব নয়। তাই পুরনো বন্দোবস্ত থেকে বেরিয়ে নতুন ধারার একটি বাংলাদেশ গড়তে হবে; যার রূপরেখা ‘জুলাই সনদে’ উপস্থাপিত হয়েছে। এই সনদকে আইনী ভিত্তি প্রদান সময়ের দাবি।"
শনিবার (৪ অক্টোবর) দেওয়ান বাজারস্থ চট্টগ্রাম মহানগরী জামায়াতের কার্যালয়ে বাংলাদেশ ইসলামী একাডেমি (বিআইএ) মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে ৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে পেশাজীবীদের নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘‘বিগত ৫৪ বছরে রাষ্ট্র কাঠামো জনগণের আশা-আকাঙ্ক্ষা প্রতিফলনের পরিবর্তে দমন-পীড়ন, দুর্নীতি ও শোষণের মাধ্যমে টিকে ছিল। ক্ষমতার পালাবদল হলেও কাঠামোগত পরিবর্তন হয়নি। ফলে জনগণ প্রকৃত অর্থে মুক্তি পায়নি। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে ন্যায়বিচার থাকবে, মানুষের বাকস্বাধীনতা থাকবে, ধর্মীয় অধিকার নিশ্চিত থাকবে এবং রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতা থাকবে।’’
বাংলদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমির মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুসের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগরীর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ মোরশেদুল ইসলাম চৌধুরী, ডা. এ টি এম রেজাউল করিম, ডা. মুহাম্মদ ইরফান চৌধুরী, বিশিষ্ট ব্যাংকার নাঈম উদ্দিন, ইঞ্জিনিয়ার নুরুল আলম, ইঞ্জিনিয়ার জিল্লুর রহমান, ডা. মাজহারুল ইসলাম, ডাক্তার সাজ্জাদ হোসাইন, ইঞ্জিনিয়ার তাজুল ইসলাম, ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইসহাক, ব্যাংকার আবুল কালাম প্রমুখ।
সভাপতির বক্তব্যে মুহাম্মদ নজরুল বলেন, ‘‘চব্বিশের জুলাই গণ আন্দোলনে পেশাজীবীদের সক্রিয়তা ছিলো চমৎকার, নতুন বাংলাদেশ গঠনে তাদেরকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে।’’
উক্ত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, নগর কর্মপরিষদ সদস্য ডা. মুহাম্মদ সিদ্দিকুর রহমান, হামেদ হাসান ইলাহী, প্রফেসর মুহাম্মদ সাইফুল্লাহ, মাহমুদুল আলম, ডা. মুহাম্মদ ইউসুফ, ইঞ্জিনিয়ার ফাহমিসহ প্রমুখ।
সিটিজিপোস্ট/ এসএইচএস
৫ অক্টোবর, ২০২৫
চট্টগ্রামের সিআরবিতে রেলওয়ের একটি টেন্ডারকে কেন্দ্র করে ঠিকাদারদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (৫ অক্টোবর) বিকেল আনুমানিক ৪টার দিকে রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দপ্তর এলাকায় এ সংঘর্ষ হয়। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে।রেলওয়ে সূত্রে জানা যায়, দোহাজারি কাঁচা বাজারের ইজারাকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়।প্রত্যক্...
৫ অক্টোবর, ২০২৫
৪ অক্টোবর, ২০২৫
৪ অক্টোবর, ২০২৫
৪ অক্টোবর, ২০২৫
৫ অক্টোবর, ২০২৫
চট্টগ্রামের সিআরবিতে রেলওয়ের একটি টেন্ডারকে কেন্দ্র করে ঠিকাদারদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (৫ অক্টোবর) বিকেল আনুমানিক ৪টার দিকে রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দপ্তর এলাকায় এ সংঘর্ষ হয়। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে...