আটককৃত আসামির নাম মোঃ জাহিদুল হাসান মুরাদ ওরফে নুর ইসলাম (৩২)
চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার পুলিশের বিশেষ অভিযানে অস্ত্রধারী এক চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। আটককৃত আসামির নাম মোঃ জাহিদুল হাসান মুরাদ ওরফে নুর ইসলাম (৩২)। তার বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানাসহ বিভিন্ন থানায় সর্বমোট ১১টি মামলা রয়েছে।
থানা সূত্রে জানা যায়, বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান এর নেতৃত্বে এসআই ইসমিট চাকমা, এসআই মোস্তফা কামাল, এসআই কাউছার হামিদ, এসআই নাইমুর রহমান, এএসআই জসিম উদ্দিন, এএসআই শাহ আলম এবং স্পেশাল-৩৪ (নৈশ) ও হাইওয়ে মোবাইল ফোর্সের সদস্যরা অভিযানে অংশ নেন।
৩ অক্টোবরের সাধারণ ডায়েরি নং-১৭৮ এর ভিত্তিতে গোপন সূত্রে খবর পেয়ে ৪ অক্টোবর রাত ২টা ৫ মিনিটে অক্সিজেন মোড় এলাকায় অবস্থানকালে জানা যায় যে, মামলানং ৪৬(০৯)২৫ এর তদন্তপ্রাপ্ত আসামী জাহিদুল হাসান মুরাদ হাটহাজারী থানার মজুরী পাড়া এলাকায় অবস্থান করছে। পরবর্তীতে হাটহাজারী থানা পুলিশের সহায়তায় ভাড়াবাসা থেকে তাকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে প্রথমে আসামী এড়ানোর চেষ্টা করলেও একপর্যায়ে স্বীকার করে যে তার হেফাজতে অস্ত্র ও গুলি রয়েছে। তার দেয়া তথ্য অনুযায়ী পুলিশ ভোর ৫টা ১০ মিনিটে বায়েজিদ বোস্তামী থানাধীন মাইজপাড়া জারুয়ার দিঘীর পাড় এলাকায় অভিযান চালিয়ে একটি কাঠের বাটযুক্ত দেশীয় তৈরি এলজি, ৯ রাউন্ড বন্দুকের কার্তুজ এবং একটি সাদা রঙের ছোট শপিং ব্যাগ উদ্ধার করে।
পুলিশ জানায়, ‘‘আটককৃত মুরাদের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানার ৪টি মামলাসহ বিভিন্ন থানায় মোট ১১টি মামলা রয়েছে।’’
সিটিজিপোস্ট/ এসএইচএস
৫ অক্টোবর, ২০২৫
চট্টগ্রামের সিআরবিতে রেলওয়ের একটি টেন্ডারকে কেন্দ্র করে ঠিকাদারদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (৫ অক্টোবর) বিকেল আনুমানিক ৪টার দিকে রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দপ্তর এলাকায় এ সংঘর্ষ হয়। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে।রেলওয়ে সূত্রে জানা যায়, দোহাজারি কাঁচা বাজারের ইজারাকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়।প্রত্যক্...
৫ অক্টোবর, ২০২৫
৪ অক্টোবর, ২০২৫
৪ অক্টোবর, ২০২৫
৪ অক্টোবর, ২০২৫
৫ অক্টোবর, ২০২৫
চট্টগ্রামের সিআরবিতে রেলওয়ের একটি টেন্ডারকে কেন্দ্র করে ঠিকাদারদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (৫ অক্টোবর) বিকেল আনুমানিক ৪টার দিকে রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দপ্তর এলাকায় এ সংঘর্ষ হয়। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে...